বাংলা হান্ট ডেস্ক: প্রেমের দাপটে তরুণ নিমেষে স্পাইডারম্যান।এমন প্রেম এর আগে দেখা গেছে কী! তেমনটাই ঘটল চার তলা বাড়ির পাইপ বেয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণের।কিন্ত প্রেম-মাহাত্ম বুঝতে পারেনি অন্য বাসিন্দারা। ওই যুবককে চোর ভেবে মারধর করে তারা।
প্রসঙ্গত সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের ভিরার এলাকায়। এলাকাবাসী দেখেন যে এক ব্যক্তি পাইপ বেয়ে একটি চারতলা বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। সেই দেখে চিত্কার চেঁচামেচি শুরু হলে ছাদে উঠে লুকনোর চেষ্টা করেন ওই যুবক। তাতে বিপদ আরও বাড়ে। চোর ভেবে তাঁকে মারধর করা হয়। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে ওই যুবকের সঙ্গে কথা বলে জানতে পারে যে তিনি চোর নন, চার তলায় তাঁর বান্ধবীর ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। প্রেমিকার সাথে লুকিয়ে দেখা করার পরিণতি এমন হতে পারে তা আশাতীত ছিল যুবকের।





Made in India