বাংলা হান্ট ডেস্ক: মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে আমাদের চারপাশে অনেকেই নিয়মিতভাবে বিভিন্ন ধাঁধার (Puzzle) সমাধান করতে ভালোবাসেন। মূলত, এটি মস্তিষ্কের অন্যতম একটি ব্যায়াম হিসেবেও পরিগণিত হয়। শুধু তাই নয়, এইসব কঠিন কঠিন ধাঁধার সঠিক সমাধানের পর পাওয়া যায় অদ্ভুত এক মানসিক তৃপ্তি। আর সেই কারণেই ঘন্টার পর ঘন্টা সময়ে শুধুমাত্র ধাঁধা সমাধানের মাধ্যমেই কাটিয়ে দেন অনেকেই।
এদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন কিছু ছবি সামনে আসছে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। আসলে, ওই ছবিগুলির ক্ষেত্রে নির্দিষ্ট ধরণের কোনো প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয়। তবে, সেগুলি সমাধান করাও খুব একটা সহজ হয় না।
সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে ছবির মধ্যে থাকা একটি মেয়ের সঠিক নামটিকে খুঁজে পেতেই রীতিমতো কালঘাম ছুটছে নেটিজেনদের। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে সেই ছবিটি উপস্থাপিত করা হল।
বলতে হবে মেয়েটির নাম: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি মেয়ের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি, মেয়েটির নাম সমাধানের জন্য সেখানে রয়েছে দু’টি ক্লু-ও। যেগুলির প্রথমটি হল একটি কাকের ছবি এবং দ্বিতীয়টি হল জলের ফোঁটার ছবি। অর্থাৎ, এই দুই ক্লু-কে কাজে লাগিয়েই বলতে হবে মেয়েটির নাম। এমতাবস্থায়, আপনিও ওই নামটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ৬ সেকেন্ডের মধ্যে নামটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি নামটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।
জেনে নিন উত্তর: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে থাকা মেয়েটির নাম খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লু-গুলিকে। তাহলেই বোঝা যাবে যে, ছবিটির প্রথম ক্লু-তে থাকা কাকের ছবিটি থেকে “কা” শব্দটিকে নিতে হবে। পাশাপাশি, দ্বিতীয় ক্লু-টি হল জলের ফোঁটা। সেখান থেকে আমরা “জল” শব্দটি নেবো।

অর্থাৎ, কা+জল=কাজল। এমতাবস্থায়, ছবিতে থাকা ওই মেয়েটির নাম হল “কাজল”। তবে, আমাদের বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ওই নামটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনার IQ লেভেল যথেষ্ট ভালো এবং আপনি অত্যন্ত জিনিয়াসও বটে।





Made in India