বাংলাহান্ট ডেস্ক : বরাবরই খবরের শিরোনামে থাকে বচ্চন পরিবার। বিশেষত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ঐশ্বর্য্য রাই বচ্চনকে(Aishwarya Rai Bachchan) নিয়েই চলে চর্চা। তবে এবার বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙ্গনের গুঞ্জন। দীর্ঘদিনের সম্পর্কে নাকি ইতি টানতে চলেছেন ঐশ্বর্য্য-অভিষেক।
একসঙ্গে তাঁরা কাটিয়ে ফেলেছেন ১৫ টা বছর। সর্বদাই স্ত্রীকে আগলে রাখতে ভালবাসেন জুনিয়ার বচ্চন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে মনোমালিন্যের কারণেই নাকি আলাদা হচ্ছে ঐশ্বর্য অভিষেকের পথ চলা। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি ডিভোর্সের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন এই দুই তারকা।

ঠিক কি ঘটেছে ?
ঘটনার সূত্রপাত, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড এবং হলিউডের বহু তারকা। তারকাখচিত সেই অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির ছিলেন ঐশ্বর্য্য। অথচ সেই অনুষ্ঠানে দেখাই পাওয়া গেল না অভিষেক বচ্চনের। আর সেই থেকে শুরু হয়েছে জলঘোলা।

বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মেয়েকে নিয়ে নাকি একাই থাকছেন অভিনেত্রী। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নীল চোখ সুন্দরী। আর তাতে দূরত্ব বেড়েছে অভিষেকের সঙ্গেও। যদিও এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী। তবে সমস্ত জল্পনার মাঝে টুইট করে স্ত্রীয়ের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক।

শ্রুতি নামক এক টুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় মানুষগুলি’। আর এই টুইটটি রিটুইট করেছেন অভিষেক। লিখেছেন, ‘আমারও দুই প্রিয় মানুষ’। আর এতেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই তারকার ভক্তরা। অনেকেরই মতে ডিভোর্স জল্পনার মাঝে অভিষেক বচ্চনের এই দুটি শব্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
My fav people ❤️♥️ @juniorbachchan pic.twitter.com/hAoODtjuTD
— Shruti (@Shrutibwb) April 1, 2023
যদিও এই প্রথমবার নয়, এর আগে ২০১৪ সালের ডিভোর্সের গুঞ্জন চাউর হয়েছিল অভিষেক ঐশ্বর্য্য-এর। সেই সময় ও নিন্দুকদের কড়া জবাব দিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমি জানলাম না আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। দয়া করে আপনারাই বলে দিন আমি আবার কবে দ্বিতীয় বিয়ে করব’। এই ঘটনার কয়েক বছর যেতে না যেতেই ফের উঠল ভাঙনের গুঞ্জন।





Made in India