বাংলা হান্ট ডেস্ক: দাউ দাউ করে জ্বলছে আগুন, চারিদিকে কালো ধোঁয়া, দিল্লির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই শিশু-সহ মোট ছ’জন। মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগর এলাকার পাঁচ তলা আবাসনে ঘটেছে ঘটনাটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত দুটোর সময় ওই আবাসনে অগ্নিকাণ্ড শুরু হয়। একতলার মিটার বক্সের ঘরে লাগে আগুন এবং তারপর সে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বহুতলে। আগুন লাগা কালীন আবাসনের বেশিরভাগ বাসিন্দারাই ঘুমে মগ্ন ছিলেন। যার ফলে যতক্ষণে তাদের এই অগ্নিকাণ্ড সম্পর্কে তৎপরতা বারে ততক্ষনে অনেকটা ছড়িয়ে পড়েছে আগুন। এই নরপ্রাণনুলুপ অগ্নিকাণ্ড থেকে বাঁচতে অনেকেই আবার বাড়ির উপর তলা থেকে নিচে ঝাঁপ মারতে শুরু করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল এর ৮টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে, ঘণ্টাখানেকের বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে আবাসনের পার্কিং-এ রাখা ৭টি গাড়ি আর ৮টি মোটোরসাইকেল। দমকল কর্মীরা অনুমান করছেন আবাসনের মিটার বক্সের ঘরে শর্ট সার্কিট হওয়ার পরেই আগুন লাগে এবং সে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র, যার ফলে এমন ভয়াবহ দুর্ঘটনা।
 
			 





 Made in India
 Made in India