বাংলাহান্ট ডেস্ক: সাহসের আরেক নাম সুচেতনা (Suchetana Bhattacharya)। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) কন্যার সাম্প্রতিক সিদ্ধান্তে এমনি মন্তব্য করছেন সমাজের একটা বড় অংশ। অতি সম্প্রতি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মতো ব্যক্তিগত বিষয় সর্বসমক্ষে এনে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। মানসিক ভাবে আগে থেকেই ছিলেন, এবার শারীরিক ভাবে ট্রান্সম্যান হওয়ার কথা ঘোষণা করেছেন সুচেতনা। তাঁর এই সিদ্ধান্তে খোলা গলায় প্রশংসা করেছেন ঊষসী চক্রবর্তী (Ushashi Chakraborty), সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়রা (Sujoyprosad Chatterjee)।
চলছে ‘প্রাইড মান্থ’। LGBTQIA গোষ্ঠীর মানুষদের সম্মান জানিয়ে উদযাপন করা হয় এই মাস। আর এই সময়েই নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং সেই সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করলেন বুদ্ধদেব কন্যা সুচেতনা। শারীরিক ভাবে ট্রান্সম্যান হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সুচেতনা থেকে এবার সুচেতন হতে চান তিনি। পিতৃপরিচয়ের জন্য বাড়তি সামাজিক চাপ দূরে সরিয়ে রেখে বরাবর LGBTQIA গোষ্ঠীর সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। এবার বিরাট পদক্ষেপটা নেওয়ার পালা। তার জন্য আইনি দিকটা দেখার পাশাপাশি শারীরিক পরিবর্তনের জন্য চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন সুচেতনা।
তাঁর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। পারিবারিক এবং রাজনৈতিক মতামতের জেরে বুদ্ধ পরিবারের সঙ্গে বেশ ভাল সম্পর্ক তাঁর। সুচেতনা তাঁর ছোটবেলার বান্ধবী। তাঁকে এমন সাহসিকতার পরিচয় দিতে দেখে গর্বিত ঊষসী।
সোশ্যাল মিডিয়া পোস্টে সুচেতনার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এটা সত্যিই সাহসের পরিচয় সুচেতন। আমি অনেককে জানি যাদের জন্য এটা সহজ নয়। তোমার জন্য খুবই গর্বিত। আমার জন্য খুব নস্টালজিক মুহূর্ত এটা। একদম ছোট্ট থেকে বড় হতে দেখেছি চোখের সামনে। জানতাম না ও এত সাহসী। খুব গর্বিত ওর জন্য। আর গর্বিত ফুয়াদ হালিম আয়োজিত সেমিনারে উপস্থাপনা করার যেখানে ও নিজের ব্যক্তি পরিচয় প্রকাশ্যে আনে। সবার এই সাহস থাকে না। লাল সেলাম এবং আলিঙ্গন’।

অন্যদিকে সুজয়প্রসাদ সংবাদ মাধ্যমকে বলেন, সুচেতনার সিদ্ধান্ত অনেককে সাহস যোগাবে, অনুপ্রেরণা দেবে। তবে অনেকে কটাক্ষ শানাতেও ছাড়েননি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম, সত্ত্বাকে চ্যালেঞ্জ করার নামই বামপন্থা, এমনো মন্তব্য করেছেন অনেকে।
এ বিষয়ে সুচেতনা বলেন, তিনি এবং তাঁর বাবা দুজনেই যথেষ্ট মুক্ত চিন্তার অধিকারী। আর তাঁর সিদ্ধান্তের সঙ্গে যে বামপন্থার কোনো সম্পর্ক নেই সেটা মানুষকে বোঝানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।





Made in India