বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে জোহানেসবার্গে। প্রথমে ব্যাট করে ভারতীয় দল প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যায়। অর্ধশতরান করেছিলেন ক্যাপ্টেন কেএল রাহুল। কিন্তু তিনি ছাড়া ব্যর্থ হয়েছে ভারতীয় দলের বাকি টপ অর্ডার। রাহুল ছাড়া আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। কিন্তু, লোয়ার অর্ডারে অশ্বিন এবং বুমরার ক্যামিওতে ভারতের স্কোর ২০০ এর গন্ডি পেরিয়ে যায়।
কাল ভারতীয় ইনিংসের শেষদিকে ৬২ তম ওভারে, যশপ্রীত বুমরা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে পরপর ছক্কা মেরে চমকে দেন তিনি। এই ওভারে বুমরা মারেন ২টি চার ও ১টি ছক্কা। ওভারের তৃতীয় বলে বুমরাকে বোল্ড করেন রাবাদা। তবে বুমরার আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং মন কেড়েছে সমর্থকদের। রাবাদা বলে হুক শট খেলে বাউন্ডারি পেরিয়ে যান।
সেই সময় স্ট্যান্ডে বসে থাকা বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনও বুমরার ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন। তাকে হাসতে ও হাততালি দিয়ে ব্যাপারটি উপভোগ করেতে দেখা গেছে। বুমরার ছয় মারার পর সঞ্জনার প্রতিক্রিয়া ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১১ বলে ১৪ রান করেন বুমরাহ। মারেন ২টি চার, ১টি ছক্কা।

নিজেরা ২০২ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনে মাত্র ১ উইকেট নিতে পেরেছিল ভারতীয় দল। মহম্মদ শামি পেয়েছিলেন সেই উইকেট। দ্বিতীয় দিনে দীর্ঘক্ষণ দক্ষিণ আফ্রিকার কোনও উইকেট না পড়ার পর অবশেষে শার্দূল ঠাকুরের মধ্যে দিয়ে পাল্টা আঘাত হেনেছে ভারত। মোট ৫ উইকেট নিয়েছেন শার্দূল। ফিরিয়েছেন বাভূমা, ডিন এলগার, ভ্যান ডার ডুসেন-দের। আরও একটি উইকেট পেয়েছেন শামি। প্রতিবেদনটি লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেট হারিয়ে ১৮৫।





Made in India