বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন তারকা সালমান বাট একজন বিরাট কোহলি অনুরাগী তা সকলেই জানেন। মাঝেমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা তিনি করে থাকেন। গত সোমবার মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ঐতিহাসিক জয়ের পর বিরাট কোহলি অফফর্মে থাকা অজিঙ্কা রাহানে-র প্রতি নিজের সমর্থন জানিয়েছিলেন। সালমান বাট ভারতীয় অধিনায়কের এই স্বভাবের প্রশংসা করেছেন। রাহানের খারাপ ফর্মের কারণে, অনেকেই তাকে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু বিরাটের বক্তব্য থেকে পরিস্কার যে রাহানে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে থাকছেন।
মুম্বাই টেস্টে জয়ের পর টেস্ট দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে সমর্থন করে বিরাট কোহলি বলেন, “আমি অজিঙ্কার ফর্ম বিচার করতে পারি না কারণ শুধুমাত্র একজন ব্যক্তিই নিজেই জানেন যে তার খেলার কোন অংশে তাকে কাজ করতে হবে। তবে, আমি আগেই বলেছি, দীর্ঘদিন ধরে যারা দকে খেলেছে তাদের খারাপ সময়ে সমর্থন করা গুরুত্বপূর্ণ। এর আগে রাহানে কঠিন পরিস্থিতিতে এবং গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে কার্যকরভাবে পারফর্ম করেছেন। আমরা দলে এমন পরিবেশ তৈরি করি না যাতে কোনও ক্রিকেটার নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।”

কোহলির এই সিদ্ধান্তের এই প্রশংসা করে সালমান বাট তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার সাফল্যের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল তাদের ক্রিকেটারদের ভরসা ও সমর্থন করা, বিশেষ করে সেই সময় যখন তাদের সমর্থনের সবচেয়ে বেশি প্রয়োজন হয়।” সালমান বাট আরও বলেন, শুধু কোহলি নয়, বিশ্ব ক্রিকেটে যে কোনো ভালো অধিনায়ক বেছে নিন, তিনি সবসময় তার সফল খেলোয়াড়কে সমর্থন করবেন, যে এখন তার খারাপ সময় পার করছে, যখন এই ধরনের খেলোয়াড়রা অধিনায়কের সমর্থন পাবে সেটাই কাম্য। সেটা করে বলেই বিরাট একজন সফল অধিনায়ক।”
butt অজিঙ্কা রাহানে অনেক দিন ধরেই ব্যাট হাতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বছরের শুরুতে, তার অধিনায়কত্বে ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় করেছিল। কিন্তু তারপর থেকে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ ১৬ টেস্টের পারফরম্যান্স দেখলে রাহানে ২৪.৩৯ গড়ে রান করতে সক্ষম হয়েছে। সম্প্রতি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা কানপুর টেস্টে, বিরাটের অনুপস্থিতিতে রাহানে ভারতের অধিনায়কত্ব করেছিলেন এবং উভয় ইনিংসে তিনি মাত্র ৩৯ রান করতে পেরেছিলেন।





Made in India