বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে সুষ্ঠ ভাবে চলছে ‘সেবাশ্রয়’। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে আলাদা মাত্রা এসেছে ‘সেবাশ্রয়’ (Sebaashray) শিবিরে। তৃণমূল (Trinamool Congress) সেকেন্ড ইন কমান্ডোর উদ্যোগে জটিল স্নায়ুরোগ থেকে দৃষ্টিশক্তি সব রোগের ‘ওষুধ’ এখন সেবাশ্রয়।
নয়া উদ্যোগ অভিষেকের সেবাশ্রয়ে (Abhishek Banerjee)
গত ২ জানুয়ারি সেবাশ্রয় শিবির চলছে। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সঠিকভাবে। এ ভাবে টানা এত দিন ধরে রাজ্যের কোথাও কখনও হেলথ ক্যাম্প চলেনি। যার নিরিখে আগেই নয়া রেকর্ড গড়েছে অভিষেকের ‘সেবাশ্রয়’। আর এবার তাতে আরও বড় চমক। দৃষ্টিশক্তি থেকে শ্রবণশক্তি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে এবার উন্নতমানের শ্রবণযন্ত্র দেওয়া হবে ৫০ জন সাধারণ মানুষকে।
বহু জটিল থেকে জটিলতর রোগ, ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় সাধারণ মানুষের জীবনে আনন্দ উপহার এনেই চলেছে। এবার ৫০ জন রোগীকে দেওয়া হচ্ছে উন্নতমানের শ্রবণযন্ত্র। জানিয়ে রাখি, সেবাশ্রয়ের এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে নেক্সট হিয়ারিং অডিওলজি, যাতে জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড ‘স্টার কি’ থেকে উন্নত, উপযোগী ও কাস্টমাইজড শ্রবণযন্ত্র সংগ্রহ করা যায়।
সূত্রের খবর, ৫০ জন রোগীকে দেওয়া হচ্ছে উন্নতমানের শ্রবণযন্ত্র। যার এক একটির দাম প্রায় পাঁচ লক্ষ টাকা। দরিদ্র মানুষদের হাতে তুলে এই শ্রবণযন্ত্র তুলে দিতে উদ্যোগী হয়েছেন সাংসদ। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মোল্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের হাতে গ্রেফতার অধীর চৌধুরীর প্রাক্তন আপ্ত সহায়ক! কংগ্রেস নেতা বললেন…
জানা যাচ্ছে, এই ইয়ারমোল্ডগুলি উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা উপভোক্তাদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দিতে এই যন্ত্র সক্ষম হবে। যাতে তারা পরিষ্কার শুনতে পায়, তা নিশ্চিত করবে এই যন্ত্র। তবে এই সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। তবে সেই নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অভিষেক। সাংসদ রোগীদের আশ্বস্ত করেছেন যে, ব্যয়বহুল এই চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার টিম সেবাশ্রয় বহন করবে। কারণ সমস্ত বাধা অতিক্রম করে প্রত্যেকটা মানুষকে তার সুন্দর জীবন সম্পূর্ণভাবে উপভোগ করার সুযোগ করে দেওয়াই সেবাশ্রয়ের মূল লক্ষ্য।





Made in India