বাংলা হান্ট ডেস্কঃ ২১ অক্টোবর, সোমবার উলুবেড়িয়ায় মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ দুপুর ২টোয় সেই মামলার শুনানি হয়। সেখানে বিরাট নির্দেশ দিল আদালত।
-
মিছিলে বাধা নেই, বেশ কিছু শর্ত বেঁধে দিল হাইকোর্ট (Calcutta High Court)!
নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ ছিল, আগামী সোমবার উলুবেড়িয়ায় কিছুতেই বিজেপির মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হন শুভেন্দু (Suvendu Adhikari)। মামলার অনুমতি প্রদান করে হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ। আজ দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হয়। সেখানেই মিছিল এবং সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। তবে বেঁধে দেওয়া হয় বেশ কিছু শর্ত।
হাইকোর্টের নির্দেশ, নির্দিষ্ট স্বেচ্ছাসেবকরা প্রশাসনের সঙ্গে সর্বদা যোগাযোগ বজায় রাখবে। তিন ঘণ্টার অনুষ্ঠান হবে। তবে ট্রাফিক সচল রাখতে হবে। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখবে পুলিশ এবং মিছিলের আয়োজকরা। সেই সঙ্গেই মিছিল থেকে কোনও রকম অপ্রীতিকর মন্তব্য করা যাবে না।
আরও পড়ুনঃ জামিন পাওয়ার পর কেষ্টর প্রথম সভা! সেখানেই বড় ‘অঘটন’, যা হল… শোরগোল পড়ে গেল
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুভেন্দু পাল্টা হাইকোর্টে (Calcutta High Court) জানান, পাঁচজন স্বেচ্ছাসেবকের নাম এবং মোবাইল ফোন নম্বর তাঁরা দিয়ে দেবেন। পুলিশের সঙ্গে সর্বদা যোগাযোগ বজায় রেখে তাঁরা মিছিল ও সমাবেশ করবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা।

এদিকে আবার শুক্রবার বিকেলেও বিজেপির একটি কর্মসূচি রয়েছে। টাটা কর্তা রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এদিন সিঙ্গুরে মৌন মিছিল করার পরিকল্পনা করেছে পদ্ম শিবির। সিঙ্গুর আন্দোলনের কথা মনে করিয়ে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঘন্য রাজনীতি’কে কাঠগড়ায় তুলেছেন পদ্ম নেতা।





Made in India