বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র একটা দিন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা উত্সব। চারিদিকে সাজ সাজ রব। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আলোয় সেজে উঠেছে রামভূমি, প্রস্তুতিতে গোটা দেশ। অবশ্যই এগিয়ে বিজেপি। রাজ্য বিজেপিরও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। এই আবহে ওই শুভ দিনে শহরের একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি (Bengal BJP)। এবার বিজেপির আবেদনে সাড়া দিল আদালত।
শুক্রবার বিজেপির আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করতে হবে। পাশাপাশি কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।
এই প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, হাইকোর্ট ওই দিন কলকাতার গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক এলাকায় ২টি, পোস্তা গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের ১টি করে জায়গায় রামপুজো এবং মিছিলের অনুমতি দিয়েছে।
পাশাপাশি বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করেছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত গণেশ টকিজ থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল সাড়ে ৪টে থেকে ৯টা পর্যন্ত ট্যাবলো ব্যাঞ্জো বাজিয়ে শোভাযাত্রার অনুমতি মিলেছে। পাশাপাশি এম জি রোড পোস্তায় ভজন হবে।

আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয়র হয়ে কত টাকা লেনদেন করেছেন?’ এবার মুখ খুললেন শঙ্কর! বলেই ফেললেন, সত্যিটা…
অযোধ্যার অনুষ্ঠানের লাইভ দেখানো হবে। সন্ধ্যায় ২১০০ আলো লাগানো হবে রাস্তায়। ২২ জানুয়ারি সোমবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ করা হবে টেলিভিশন থেকে শুরু করে ইউটিউবে। দিনভর নিজের নিজের এলাকায় ঠাসা কর্মসূচী রয়েছে সুকান্ত, শুভেন্দুদের।





Made in India