বাংলা হান্ট ডেস্কঃ আগামী সোমবার অবধি সময়। এর মধ্যে রাজ্য সরকারকে (Government of West Bengal) রিপোর্ট জমা করতে হবে। এবার এমনই নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) এই নির্দেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার ফের মামলার শুনানি হবে।
কোন মামলায় রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)?
আরজি কর কাণ্ডের তিন প্রতিবাদী চিকিৎসকের পোস্টিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া। এবার অনিকেতের পোস্টিং ইস্যুতেই রাজ্যের থেকে রিপোর্ট তলব করলেন বিচারপতি বসু। সোমবার এই মামলায় রাজ্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আদালত।
রাজ্যের উদ্দেশে এদিন বিচারপতি প্রশ্ন করেন, ‘তিন চিকিৎসকের পোস্টিং নিয়ে সিদ্ধান্ত অথবা পদ্ধতির ন্যায্যতা কীভাবে প্রমাণ করবেন?’ সেই সঙ্গেই তিনি জিজ্ঞেস করেন, ‘পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়?’ সরকারের থেকে এর উত্তর চেয়েছে হাইকোর্ট।
আরও পড়ুনঃ মেডিক্যাল বোর্ডের সদস্য বৃদ্ধি, ICU-তে চিকিৎসাধীন অভিজিৎ! কেমন আছেন বিজেপি সাংসদ?
দেবাশিসদের (Debashis Halder) বক্তব্য, মেরিট লিস্ট অনুসারে রাজ্য পোস্টিং দেয়নি। তাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ হওয়ার কারণে ‘ষড়যন্ত্র’ করে অবৈধভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনিকেত, দেবাশিস, আসফাকুল্লা।
অনিকেতের (Aniket Mahata) পোস্টিং ইস্যুর পাশাপাশি দেবাশিস ও আসফাকুল্লার মামলাতেও রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট জমা করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে।
এছাড়া আদালতের কাছে অনিকেতের আবেদন, মামলা চলাকালীন আরজি কর হাসপাতালেই যেন তাঁকে কাজ করতে দেওয়া হয় ও এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়। সেই আর্জি মেনে নিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। জাস্টিস বসুর মৌখিক পরামর্শ, আগামী সোমবার অবধি অনিকেতের বিরুদ্ধে রাজ্য যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেয়।