বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি (Childhood Photo) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নতুন ব্যাপার নয়। যাদের সাধারণত পর্দাতেই দেখা যায় নানান চরিত্রে তাদের সম্পর্কে আরো বিশদে জানার ইচ্ছা থাকে সকলেরই। তাই তারকাদের ছোটবেলার ছবি শেয়ার করা হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনি একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে ধন্দে পড়েছেন নেটিজেনরা।
টেলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতার ছোটবেলার ছবি এটি। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র অবাধ বিচরণ তাঁর। ছোটবেলায় বেশ মিষ্টি দেখতে হলেও এখন কিন্তু তাঁর দুষ্টুমিতে মাথায় হাত পড়ার যোগাড় হয় সহ অভিনেতা অভিনেত্রীদের। বাস্তবে যেমন খুনসুটি করেন, পর্দায় তেমনি খলনায়কের চরিত্রে তাঁর জুড়ি মেলা ভার। বেশ ফিটনেস ফ্রিকও তিনি।

এই ছবিটি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee)। বাবার কোলে চড়ে মিষ্টি হেসে পোজ দিয়েছেন পুঁচকে অনিন্দ্য। পরনে একটি সাদা কালো পোশাক আর মাথায় টুপি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ওই ছোট্ট ছেলেটার এখন ফ্রেঞ্চকাট দাড়ি রয়েছে, ঠিক যেমনটা ৪০ বছর ধরে তাঁর বাবা রাখতেন’। এর সঙ্গেই নিজের এখনকার কিছু ছবি জুড়ে দিয়েছেন অনিন্দ্য।
পর্দায় যতই ষড়যন্ত্র করুন না কেন, বাস্তবে অনিন্দ্য খুবই হাসিখুশি, প্রাণখোলা একজন মানুষ। সবার সঙ্গে মজা করতে যে তিনি কতটা ভালবাসেন তা বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই। তবে একটা সময়ে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অনিন্দ্য। মাদকাসক্ত হয়ে পড়েছিলেন তিনি। রিহ্যাবেও কাটাতে হয়েছিল তাঁকে।

তবে নিজের মনের জোরে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন তিনি। ফেরেন সুস্থ জীবনে। অভিনয় দক্ষতায় নাম করেন ইন্ডাস্ট্রিতে। এখন কাছের মানুষদের নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করছেন অনিন্দ্য। অনুরাগীদেরও প্রিয় মানুষ তিনি।





Made in India