বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কোনো না কোনো ছবি, ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ছবি (Childhood Photo) নিয়ে বেশি চর্চা হয়। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো মুহূর্তও অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে থাকেন তারা। বিশেষ করে তারকাদের ছোটবেলার ছবি দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা।
সম্প্রতি এমনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিটি যাঁর তিনি আজ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। প্রথম সারির প্রায় সব পরিচালকের সঙ্গেই কাজ করে ফেলেছেন তিনি। উপরন্তু এখন নিজেও শুরু করে দিয়েছেন পরিচালনা। শুধু টলিউডের গণ্ডিতে আটকে রাখা যায়নি তাঁকে। বলিউডেও পা রেখেছেন তিনি।

ছবিটি অবশ্য অভিনেতার স্কুল জীবনের। ইউনিফর্ম পরে বেঞ্চের উপরে বসে রয়েছেন তিনি। মুখে আলগা হাসি। আশেপাশে বসে রয়েছে সহপাঠীরা, নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তারা। অভিনেতা অবশ্য কারোর সঙ্গেই কথা বলছেন না। এমনকি ক্যামেরার দিকেও তাকিয়ে নেই তিনি।
বুঝতে পারলেন কে এই অভিনেতা? হ্যাঁ, ইনি পরমব্রত চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছেন তিনি। তোপসে থেকে এখন নিজেই ফেলুদা হয়ে উঠেছেন পরমব্রত। তবে নেটিজেনদের মতে, অভিনেতার মুখ আগের থেকে তেমন কিছু পরিবর্তন হয়নি।
প্রসঙ্গত, শেষবার ‘ঘরে ফেরার গান’ ছবিতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল ইশা সাহাকে। আগামীতে আরো বেশ কিছু ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ‘হাওয়া বদল ২’ ছবির কাজও নাকি শুরু করতে চলেছেন তিনি। পাশাপাশি মুম্বইতেও প্রোজেক্ট রয়েছে পরমব্রতর।





Made in India