বাংলাহান্ট ডেস্ক: টিকটক ভার্সেস ইউটিউব: দ্য এন্ড ভিডিওটি ইউটিউব (youtube) ব্যান করে দেওয়ার পরে এই প্রথমবার নতুন ভিডিও পোস্ট করলেন জনপ্রিয় ইউটিউবার অজেয় নগর ওরফে ক্যারিমিনাতি (carryminati)। তাঁর আগের ভিডিও নিয়ে নানা রকম মন্তব্য করা হচ্ছে কিন্তু তা সবই ভুল বুঝে। তাঁর কথার ভুল অর্থ বের করা হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন তিনি।

ক্যারিমিনাতির কথায়, ‘মানুষ আমার ভিডিওর অন্য মানে বের করছে। প্রতিটা কথার আলাদা অর্থ বের করে ভুল বোঝানো হচ্ছে। কেউ যখন কোনও কিছু দেখে তখন পুরোটাই দেখা উচিত। অর্ধেক দেখলে বা কোনও লাইন থেকে একটি শব্দ শুনলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি।’
তিনি আরও জানান, তাঁর ‘মিঠাই কি দুকান’ মন্তব্যটি নিয়েও বিতর্ক সৃষ্টি হচ্ছে। টুইটারে একাংশ বলছে, তিনি LGBTQIA সম্প্রদায়ের প্রতি কদর্য মন্তব্য করে আঘাত হেনেছেন। কিন্তু তাঁর এমন কোনও উদ্দেশ্যই ছিল না বলেও জানান ক্যারিমিনাতি। তিনি টিকটকারদের ব্র্যান্ড সম্পর্কে করা আমির সিদ্দিকির বক্তব্যের প্রেক্ষিতেই ওই কথা বলেছিলেন বলে জানান তিনি।
পাশাপাশি তাঁর ভিডিওটি ইউটিউবের ব্যান করে দেওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন ক্যারিমিনাতি। তিনি বলেন, ছোট থেকে মানুষকে আনন্দ দেওয়ার কথাই শুধু ভেবে এসেছেন তিনি। সেই জন্যই ভিডিও বানান। এই ভিডিওতে কুরুচিকর মন্তব্য কি ছিল সেটাই বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি। তবে তাঁর ভিডিওটি যে আর ফিরবে না সে কথাও মেনে নিতে বাধ্য হয়েছেন ক্যারিমিনাতি।





Made in India