চিদাম্বরমের গ্রেফতারি খুবই হতাশাজনক, দুঃখজনক, গণতন্ত্র আজ কাঁদছে: মমতা ব্যানার্জী।
কংগ্রেসের বরিষ্ট নেতা পি চিদাম্বরম, যিনি দেশের পূর্ব অর্থ মন্ত্রী ছিলেন, তাকে INX মিডিয়া দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। চিদাম্বরম এর আগে নিম্ন আদালত থেকে প্রায় ২০ বারেরও বেশি বার জামানত নিয়েছেন কিন্তু এবার দিল্লী কোর্ট তার জামানতের আবেদনকে বাতিল করে দেয়। সিবিআই তার বাড়িতে ঢুকে গ্রেপ্তার করে। জামানত বাতিল হওয়ার পর তিনি পলাতকও হয়ে … Read more