LIVE UPDATE বাঁকুড়া এবং বিষ্ণুপুর,এগিয়ে বিজেপি
বাঁকুড়া বিজেপি-505615 তৃণমূল-380371 সিপিএম-70765 বিষ্ণুপুর বিজেপি-533400 তৃণমূল-402892 সিপিএম-77186
বাঁকুড়া বিজেপি-505615 তৃণমূল-380371 সিপিএম-70765 বিষ্ণুপুর বিজেপি-533400 তৃণমূল-402892 সিপিএম-77186
ইন্দ্রানী সেন, বাঁকুড়া: “২০১৯ তৃণমূল ফিনিশ আর ২০১৯ ওরা বুঝবে বিজেপি কি জিনিস” বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিরোধীদের দিতে এই তীর ছুঁড়ে দিলেন সৌমিত্র জায়া সুজাতা খাঁ। কতটা খুশি এই প্রশ্নের উত্তরে সুজাতা খাঁ বলেন, মানুষের জয় অধর্মের প্রতি ধর্মের জয়। এই জয় গেরুয়া শিবিরের। কথা দিয়েছিলাম বিষ্ণুপুর লোকসভা মোদীজীকে উপহার দেব। স্বামীর … Read more
বাংলা hunt ডেস্ক : ইতিমধ্যে রাজ্যে অব্যাহত গেরুয়া ঝড়।অন্যদিকে সমস্যায় আবির ব্যবসায়ীরা।প্রত্যাশিত মতো আবিরের বিক্রি নেই দোকান গুলোতে।রাজ্যের ভোটের বাজারের দিকে নজর রেখে দোকান গুলোতে সবুজ আবিরের স্টক ছিলো প্রচুর।কিন্তু প্রত্যাশা মতো কাটতি নেই একটুও। এমনটা যে হবে তা বিন্দুমাত্র আঁচ করতে পারে নি ব্যবসায়ীরা তাই স্বাভাবিক ভাবেই বড়সড়ো ক্ষতির মুখোমুখি হলেন তারা।
Live update বাংলা হান্ট ডেস্ক :- ইতিমধ্যেই ভোট গণনার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন। তিনি বলেন-” যারা জয়ী হয়েছেন তাঁদের জন্য রইল অভিনন্দন। তবে ভোট গণনা এখনও শেষ হয়নি। ভিভিপ্যাট মিলিয়ে দেখতে হবে। যাই গাফিলতি আমাদের থেকক থাকুক, সেটি পুণরমূল্যায়ন করতে হবে। তারপর আপনাদের সাথে অভিজ্ঞতা ভাগ করে নেবো”।
বাংলা হান্ট ডেস্ক: ভোটের লাইভ আপডেট -২০১৯ পশ্চিমবঙ্গে কতগুলো আসন পাবে তৃণমূল কংগ্রেস? কতগুলোই বা পাবে বিজেপি? বাংলার নির্বাচনী ফল, দেশের সরকার নির্বাচনের অন্যতম মানদণ্ড হিসেবে পরিগণিত হবে। তাই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কে, কটা আসন পেল তা জানতে লাইভ আপডেটে পেতে চোখ রাখুন আমাদের পেজে।এছাড়াও বিজেপি ও কংগ্রেস কটা আসুন পায় সেই দিকে আমাদের নজর … Read more