শুরু হল কাটোয়ার মুস্থূলীর খেলারাম ঠাকুরের গাজন উৎসব
গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: গাজন পশ্চিমবঙ্গের পালিত একটি লোক উৎসব।এই উৎসব শিব,মনসা,নীল ও ধর্মঠাকুরের পুজা কেন্দ্রিক।ধর্মের গাজন সাধারণত বৈশাখ,জ্যেষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে রয়েছে খেলারাম ঠাকুর।সেখানে শুরু হয়েছে গাজন।খেলারাম ঠাকুরের সেবাইত উত্তম মুখার্জ্জী বলেন,প্রায় ৩০০ বছরের প্রাচীন এই খেলারাম ঠাকুর।তিনি আরও বলেন,খেলারাম ঠাকুরের বাৎসরিক পুজো হল গাজন উৎসব।বুধবার … Read more