আমাকে আটকানোর ক্ষমতা কোনও মাই কা লালের নেই! কর্তব্যরত জওয়ানদের বলেন মদন মিত্র
বাংলা হান্ট ডেস্কঃ সাদা কুর্তা-পাজামা পরে, চোখে সানগ্লাস দিয়ে সাতসকালে কামারহাটির ১২ নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেখানে ওনাকে আটকে দেন নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। মদন মিত্র অভিযোগ করে বলেন যে, ওনার বুক পকেটে কি আছে সেটা জানতে চান বাহিনী। এরপর মদন মিত্র বলেন, ‘আমার বুক পকেটে অ্যাটম বোম রয়েছে।” মদন মিত্রের এই কথার … Read more