ভরাডুবির সময় বৈতরণী পার করালেন মিমি-দেব-নুসরত
বাংলা হান্ট ডেস্ক: ১৩ই মার্চ,মঙ্গলবার ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা সব থেকে বড় চমক ছিল টলিউড তারকারা। তোর প্রার্থী তালিকায় ছিল যাদবপুর থেকে মিমি চক্রবর্তী,বসিরহাট থেকে নুসরাত জাহান ও ঘাঁটাল থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব। এই প্রার্থীদের নিয়ে নেটিজেনদের মধ্যে চলেছে তুখোড় চর্চা। প্রচার করতে গিয়ে কখনো … Read more