বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নাকি ডিয়ার লটারিতে (Dear Lottery) এক কোটি টাকা জিতেছিলেন ২০২২ সালেরই জানুয়ারি মাসে। লটারি সংবাদে কেষ্টর ছবি নিয়ে তুমুল চর্চাও সেই সময়। অনুব্রত এই বিষয়ে বলেন, ‘দিলেও আমি, পেলেও আমি।’ আজ সাড়ে ন’মাস পর অনুব্রতর সেই লটারি জেতা নিয়ে তদন্ত শুরু করতে চলেছে সিবিআই (CBI)।
সূত্র মারফত জানা যাচ্ছে, বোলপুরে গাঙ্গুলি লটারি নামের একটি দোকান রয়েছে। সেখান থেকে ওই টিকিটটি কাটা হয়। ওই লটারি এজেন্টকে আজ মঙ্গলবার নিজাম প্যালেসে ডেকে জেরা করছে সিবিআই। বিশেষ সূত্রে খবর, সিবিআই জানতে চাইছে অনুব্রত নিজে গিয়ে সেই টিকিট কিনেছিলেন নাকি কারও মারফতে ওই টিকিট তার হাতে আসে।
প্রসঙ্গত, জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিরা গুপ্তও ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছেন। তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘আমি অনেকদিন ধরেই বলছি এই ডিয়ার লটারি আসলে হচ্ছে ভাইপো লটারি। টাকা তছরুপের একটা বন্দোবস্ত।’ বিরোধী দলনেতা আরও লেখেন, ‘টিকিট কাটছে সাধারণ মানুষ আর বাম্পার প্রাইজ জিতছে তৃণমূলের লোকজন। প্রথমে অনুব্রত মণ্ডল। এবার রুচিরা গুপ্ত।’
‘ভানু পেল লটারি’-র সেই সময় মানুষ বলতে শুরু করে ‘অনু পেল লটারি।’ এই দাবি কিন্তু তোলে একটি লটারি সংস্থার ওয়েবসাইট। Lottrysambadresult. In নামে এই ওয়েব সাইটে দেখা যায়, ১ কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত। ওয়েবসাইটে দৈনিক লটারি বিজেতার ছবি দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়, সেখানেই অনুব্রতের নাম এবং ছবি দিয়ে দাবি করা হয় তিনি এক কোটি টাকা জিতেছেন।





Made in India