বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট। আগামী ১ জুন শেষ দফায় নির্বাচন। আর এরই মাঝে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআই। এবার প্রাথমিকের নিয়োগ ‘দুর্নীতি’ (Recruitment Scam) নিয়ে অ্যাকশনে সিবিআই। আর ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত সন্তু গঙ্গোপাধ্যায় (Santu Gangopadhyay)। ভোটের মাঝেই তাকে তলব করল CBI.
নিয়োগ দুর্নীতির সূত্র ধরে এর আগে এপ্রিল মাসে সন্তুকে তলব করেছিল সিবিআই। সে বার প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছিল। এবার ভোটের মধ্যে ফের তলব। কেন্দ্রীয় এজেন্সির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-রও ঘনিষ্ঠ ছিলেন বেহালাবাসী সন্তু।
প্রসঙ্গত, এর আগে পার্থ ঘনিষ্ঠ সন্তুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সূত্রের দাবি, প্রাথমিক দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতেও যোগ রয়েছে এই সন্তুর। সিবিআই সূত্রে খবর, আরেক তদন্তকারী সংস্থা ইডির কাছে সন্তুর কথা প্রথম বলেছিলেন অয়ন। প্রোমোটার অয়ন ইফি জেরায় জানিয়েছিলেন কুন্তলের কথায় তিনি সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন।
অয়নের কথার সূত্র ধরেই দুর্নীতির টাকার হদিস পেতে এর আগে সন্তুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তবে তেমন কিছুই পাওয়া যায়নি। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সন্তুকে জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে আসে বলে জানা যায়।

আরও পড়ুন: আবহাওয়ার বিরাট পাল্টি! রাতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়, জারি সতর্কতা
এরপর পরই CBI-র একটি দল প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র সহ মোট তিন অভিযুক্তকে জেরাও করে। তারপর কিছুদিন সব শান্ত থাকলেও এবার ভোটের উত্তপ্ত আবহেই ফের পার্থ-‘ঘনিষ্ঠ’ সন্তুকে তলব। এবার এই সন্তুর সূত্র ধরে কোন নতুন তথ্য সামনে আসে সেটাই দেখার।





Made in India