বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগে যেন রাজ্যকে ভরিয়ে দিচ্ছে কেন্দ্র। ফের বাংলা টাকা দিল মোদি সরকার (Modi Government)। কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য, সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিল কেন্দ্র সরকার। বাংলা পেল মোট ১০ হাজার ৬৪২ কোটি টাকা।
এই মহুর্তে ভাঁড়ে মা ভবানী অবস্থা বাংলার। বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। টাকার অভাবে একাধিক মেজাজও হারান মমতা। সম্প্রতি মেদিনীপুরের এক জনসভায় কেন্দ্রকে নিশানাও করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন? তাঁর অভিযোগ ছিল, ‘কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না’। এবার শুধু বাংলা নয়, মার্চে মাসের বরাদ্দ হিসেবে এবার কর বাবদ টাকা পেল সমস্ত দেশের সমস্ত রাজ্যই।
চলতি মাসেই বাংলার জন্য শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি বরাদ্দ করে কেন্দ্র সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে। এমনকী, শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মোট ১১ লাখ বাড়ি তৈরির জন্য ৮,২০০ কোটি টাকা।

গত বছরের ৫ নভেম্বর রাজ্যে এসেছিল বকেয়া ৯৯৫ কোটি টাকা। প্রায় পাঁচ মাস পর বকেয়া টাকা পেয়েছিল রাজ্য সরকার (west bengal)। পাশাপাশি কেন্দ্রের কাজ থেকে সর্বশিক্ষা অভিযানের ৯৫৫ কোটি টাকা পেল রাজ্য (west bengal)। পঞ্চায়েত নির্বাচনের আগে দু দফায় টাকা দিল কেন্দ্রীয় সরকার৷ তবে এখনও ১০০ দিনের কাজের টাকা পেতে মরিয়া রাজ্য সরকার।
প্রসঙ্গত, এদিকে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি! শাসকদলের হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে দুর্নীতিতে। কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তাপস মন্ডল, তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অন্যদিকে, মিড ডে মিল থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে উঠে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একাধিক অভিযোগ তুলে কেন্দ্র কে চিঠিও লিখেছিলেন। যার যার বিভিন্ন খাতে আপাতত বন্ধ রয়েছে বরাদ্দ টাকা!





Made in India