বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার আদানি গ্রুপের (Adani Group) শেয়ারে বিরাট বৃদ্ধি পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, এই বৃদ্ধির কারণে, গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদ ৭.৪৭ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬,৪৬,২৯,৩১,৯৫,০০০ টাকা বেড়েছে। আর এর মাধ্যমেই আদানি ফের ৭৩.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের শীর্ষ ২০ ধনী ব্যক্তির তালিকায় যোগ দিয়েছেন।
নজির গড়লেন আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান:
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার এই তালিকা থেকে আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান বাদ পড়লেও একদিনের মধ্যেই ঘুরে দাঁড়ালেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গত মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ আয়যুক্ত বিলিয়নেয়ার ছিলেন আদানি। তবে, চলতি বছরে এখনও পর্যন্ত তাঁর মোট সম্পদ ৫.২৪ বিলিয়ন ডলার কমেছে।

জানিয়ে রাখি, গত মঙ্গলবার আদানি গ্রুপের (Adani Group) শেয়ারগুলিতে ২০ শতাংশ বেড়েছে। সবচেয়ে বড় উত্থান পরিলক্ষিত হয়েছে আদানি পাওয়ারের শেয়ারে। ওই কোম্পানির শেয়ার বেড়েছে ১৯.৭৭ শতাংশ। এর পাশাপাশি আদানি গ্রিন এনার্জির শেয়ার ১৩.২২ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের শেয়ার ১২.০৬ শতাংশ, আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৭.১৩ শতাংশ, আদানি টোটাল গ্যাসের শেয়ার ৬.৫২ শতাংশ এবং এনডিটিভি-র শেয়ার ৬.৪৯ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি আদানি পোর্টস, এসিসি এবং অম্বুজা সিমেন্টের শেয়ারের দামও বেড়েছে ৪ শতাংশের বেশি। গত সোমবার, বিএসই সেনসেক্স ১,০০০ পয়েন্টের বেশি কমে যায়। অপরদিকে, মঙ্গলবার এটি ১৬৯ পয়েন্ট বেড়েছে।
আরও পড়ুন: টাটা গ্রুপের বিরাট নজির! শুধুমাত্র এই সংস্থাই আয় করল ৬০,১৬৯ কোটি টাকা
ধনকুবেরদের তালিকা: মঙ্গলবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৫.০১ বিলিয়ন ডলার কমেছে। অপরদিকে মার্ক জুকেরবার্গও ৪.৮৫ বিলিয়ন ডলার হারিয়েছেন। ৪২৭ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক।
আরও পড়ুন: মহাকুম্ভে ভক্তদের জন্য বিশেষ পদক্ষেপ আম্বানির! ধন্য ধন্য করছেন সকলে
এদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২৩৭ বিলিয়ন ডলার) দ্বিতীয় স্থানে, জুকেরবার্গ (২১০ বিলিয়ন ডলার) তৃতীয় স্থানে, ল্যারি এলিসন (১৮২ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে এবং বার্নার্ড আর্নল্ট (১৭৯ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার ভারতের শ্রেষ্ঠ ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ ৮৫.৬ মিলিয়ন ডলার বেড়েছে। তিনি বর্তমানে ৯০.২ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় ১৭ নম্বর স্থানে রয়েছেন।





Made in India