বাংলাহান্ট ডেস্ক : আমাদের জীবনে প্রতিটা পদে পদেই বিভিন্ন সমস্যা লেগেই থাকে। কোন কোন সমস্যার সমাধান আমরা করতে পারি। আবার কোন কোন ক্ষেত্রে সমস্যার সমাধানের বিষয়টা সময়ের উপরেই আমরা ছেড়ে দিই। কিন্তু আচার্য চাণক্যের নীতিশাস্ত্র অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তাহলে বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়।
জীবনের সফলতা আনতে চাণক্যের নীতি (Chanakya Niti) খুবই কার্যকরী। জীবনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চাণক্যের নীতি অব্যর্থ। একজন ব্যক্তির কিরকম অভ্যাস থাকা উচিত কিংবা কি রকম অভ্যাস থাকা অনুচিত সেই প্রসঙ্গে নীতি শাস্ত্রে নিজের ব্যাখ্যা দিয়েছেন গুরু চাণক্য। একটি স্লোকে চাণক্য এক ব্যক্তির অভ্যাস গুলির কথা বলেছেন যা এক ব্যক্তিকে দারিদ্রতার পথে ঠেলে দেয়।
আরোও পড়ুন : ইদের দিন মর্মান্তিক দুর্ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মসজিদ! প্রাণ বাঁচাতে ছুটল সবাই
চাণক্য (Chanakya) তার নীতি শাস্ত্রে লিখেছেন, সূর্যোদয়ে চষ্টমীতে শয়নাম বিমুঞ্চতিশ্রিয়াদি চক্রপাণি। অর্থাৎ এই শ্লোকের মধ্য দিয়ে কিছু অভ্যাস যে দারিদ্র্যের কারণ হতে পারে সেটাই ব্যাখ্যা করেছেন চাণক্য। চাণক্য বলেছেন, যে ব্যক্তিরা নিজেদের আশেপাশের সবকিছুর নোংরা এবং অপরিচ্ছন্ন করে রাখে, সেই সব ব্যক্তিদের ওপর মা লক্ষ্মী তাঁর আশীর্বা বর্ষণ করেন না।
আরোও পড়ুন : মাত্র ২ মাসেই লাল বাতি! ‘পুবের ময়না’র স্লট ঘোষণা হতেই শেষ, জি বাংলার আরও এক জনপ্রিয় মেগা
শুধু তাই নয়, চাণক্যের মতে, যারা দাঁত পরিষ্কার করেন না কিংবা দাঁতের যত্ন নেন না, তারাও দারিদ্রতার মুখোমুখি হতে পারেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিদিন সকলের উচিত দাঁত ব্রাশ করা। গুরুদেব চাণক্য বলেছেন, ক্ষুধার চেয়ে বেশি খাওয়া ব্যক্তিরা কখনো ধনী হতে পারে না। কটুভাষী মানুষ কখনো ধনী হতে পারে না।

যারা অন্যদের কষ্ট দেয় তাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। এই ধরনের স্বভাব যে সকল মানুষের থাকে তাদের অনেক শত্রু থাকে। উপসংহারে চাণক্য বলেছেন, যে সকল ব্যক্তিরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমোন, তাদের ওপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। অসৎ এবং ধূর্ত ব্যক্তিদের হাতে পর্যাপ্ত অর্থ কখনো থাকে না।





Made in India