বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ বেতন বৃদ্ধির দাবিতে পথে নামলো আজ, বিকাশ ভবন চলো কর্মসূচির ডাক দিয়ে, প্রতিবাদ জানালো তারা। শিক্ষকবন্ধুরা সেই উপলক্ষেই জমায়েত হতে শুরু করেসল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে। প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিস আটক করে ২০০ জনকে।

পুলিস জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রয়োজনীয় কোনো অনুমতি ছাড়াই উল্টোডাঙা স্টেশনে জমায়েতের শুরু করে। এরপর তারা মিছিল করে ২ নম্বর গেট এলাকা দিয়ে সল্টলেকে ঢোকার চেষ্টা করতেই বাধা দেয় পুলিস।
ঘটনাচক্রে পুলিস বাধা দেওয়াতে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আন্দোলনকারীদের সেখান থেকে হটাতে বেঁধে যায় ধস্তাধস্তি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ শুরু করে পুলিস। একইসঙ্গে জলকামানও দাগেন তাঁরা। ঘটনাচক্রে চাঞ্চল্য ছড়িয়েছে করুণাময়ী এলাকায়।





Made in India