বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphones) আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন ব্যক্তি খুব কমই রয়েছেন। এদিকে, যুগের সাথে পাল্লা দিয়ে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই এবার খুব শীঘ্রই ভারতে কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে itel।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট কোম্পানিটি সম্প্রতি itel S23+ স্মার্টফোনের বিষয়ে একটি টিজার প্রকাশ করেছে। এই ফোনটি 15,000 টাকার নিচে কার্ভড AMOLED ডিসপ্লে যুক্ত প্রথম ফোন হবে। এছাড়াও, কোম্পানিটি itel P55 5G স্মার্টফোনটিও লঞ্চ করতে চলেছে। এমতাবস্থায়, আগামী 26 সেপ্টেম্বর একটি ইভেন্টের মাধ্যমে এই স্মার্টফোনগুলি লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন P55 5G স্মার্টফোনটি 10,000 টাকার নিচে প্রথম 5G স্মার্টফোন হবে। এই স্মার্টফোনটি Amazon থেকে বিক্রি করা হবে। ইতিমধ্যেই টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, ফোনটি ২৬ সেপ্টেম্বর লঞ্চ হবে। তিনি আরও জানিয়েছেন, এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসরের সাথে উপলব্ধ হবে। পাশাপাশি, ফোনটি Android 13-এর ওপর ভর করে চলবে।
আরও পড়ুন: সুখবর! এবার দুর্দান্ত বেতনের চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের, এভাবে করুন আবেদন
থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ: এই স্মার্টফোনের জন্য Amazon-এ প্রকাশিত টিজারে আরও জানানো হয়েছে যে, ফোনের পেছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও, পেছনের ক্যামেরার জন্য একটি পৃথক ক্যামেরা মডিউল উপলব্ধ হবে। যেখানে LED ফ্ল্যাশ ইন্টিগ্রেটেড থাকবে। টিজার থেকে এটাও স্পষ্ট যে, ডিভাইসটির রাউন্ডেড কর্নার্স থাকবে। অন্যদিকে, পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ফোনটির ডানদিকে উপলব্ধ হবে। তবে, স্মার্টফোনটির বাকি স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন ফের রেকর্ড গড়লেন সুরাপ্রেমীরা! কোটি কোটি টাকার মদ বিক্রি রাজ্যে, এগিয়ে এই জেলা
এদিকে, itel S23+ স্মার্টফোনটি সম্প্রতি ইথিওপিয়ার বাজারে আনা হয়েছে। পরে, এটি ইউরোপের বাজারে লঞ্চ করা হয়। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই স্মার্টফোনটিতে 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটি হবে 15,000 টাকার কম দামের প্রথম ফোন, যেটিতে কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনটি 50MP-র প্রাইমারি ক্যামেরা সহ, Unisoc T616 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে।





Made in India