বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে হাসপাতালে হাহাকার কাণ্ড নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও কথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত ২ দিন ধরে বহু চেষ্টার পরও তিনি যোগাযোগ করতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি বিবৃতি জারি করে এমনটাই বললেন শনিবার সন্ধ্যায়। নবান্নে তিনি চিঠি পাঠিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় সাড়া না-দেওয়ায় ওনার যথেষ্ট খারাপ লাগার কথা।
শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন নবান্নে, সেখানেই প্রকাশিত হয় রাজ ভবনের এই বিবৃতি। তাতে জানানো হয়েছে, গত ২ দিন ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও কোনো সাড়া মেলেনি তাঁর তরফ থেকে।

একই সঙ্গে নবান্নে চিঠি পাঠিয়ে রাজ্যপাল অনুরোধ করেছেন চিকিৎসকদের কাজে ফেরাতে যাতে জরুরি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের বিবৃতি নিয়ে, মমতা বলেন, ‘এটা আমার সঙ্গে রাজ্যপালের ব্যাপার। এর মধ্যে মিডিয়া ঢুকবেন না প্লিজ। আমার বক্তব্যে রাজ্যপাল কনভিন্সড।’
 
			 





 Made in India
 Made in India