বাংলা হান্ট ডেস্কঃ বাবার মায়ের সম্পর্কের টানাপোড়েনে ফেঁসে পাঁচ বছরের ছোট্ট প্রাণ। বিবাহ বিচ্ছেদ (Divorce Case) পর্যন্ত গড়িয়েছে জল। তবে নিজের একমাত্র কন্যা সন্তানকে কাছে ফিরে পেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মা। সেই মামলার শুনানিতেই খুদেকে আরও একসপ্তাহ মায়ের কাছে থাকার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
পাঁচ বছরের একরত্তিকে নিজের কাছে রাখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মা। গত শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে। প্রায় এক বছর পর মাকে দেখতে পেয়ে দুচোখ ভরেছিল খুশিতে। মুখে ফুটফুটে হাসি। ভরা এজলাসেই বাবার কোল থেকে ঝাঁপিয়ে মায়ের কোলে চলে গিয়েছিল ছোট্ট মেয়ে।
এরপরই একরত্তি শিশুকে মায়ের কাছে কিছুদিন রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিন মামলার সুনানিতে সেই সময়সীমা বাড়িয়ে দিলেন বিচারপতি। জাস্টিস সিনহার নির্দেশ, আরও একসপ্তাহ মায়ের কাছে থাকতে পারবে ওই শিশু। হাইকোর্ট জানিয়েছে, গরমের ছুটি চলাকালীন মায়ের কাছেই থাকবে মেয়ে। চাইলে শিশুটির বাবা তার সঙ্গে দেখা করতে যেতে পারেন।
আগামী ২৩ জুন শিশুটিকে নিজের কাছে নিয়ে যেতে পারবেন তার বাবা। এদিন দাম্পত্য কলহ মিটিয়ে ফের একসাথে থাকার জন্য শিশুটির বাবাকে বোঝান বিচারপতি সিনহা। তবে নিজের সিদ্ধান্তে অনড় তিনি। আদালতে ব্যক্তি জানান, স্ত্রী তার পরিবারের নামে মিথ্যে মামলা করেছিলেন। তাকে মারধর পর্যন্ত করতেন বলেও অভিযোগ করেছিলেন। এদিনও ওই ব্যক্তি জানালেন তিনি আর তার স্ত্রীর সঙ্গে আর থাকতে চান না।

আরও পড়ুন: খেল খতম! শাহজাহানের বিরাট কেলেঙ্কারি ফাঁস! সব প্রমাণ সহ চার্জশিটে জানাল ED
ওদিকে মেয়েকে কাছে পাওয়ার জন্য ফের স্বামীর সঙ্গে থাকার জন্য রাজি হয়েছেন স্ত্রী। তবে নতুন করে সম্পর্ক সাজাতে সম্মতি নেই বাবার। এদিন বিচারপতির নির্দেশ, আপাতত শিশুটি তার মায়ের কাছেই থাকবে। আগামী ২ জুলাই ফের মামলার পরবর্তী শুনানি।
 
			 
 
    




 Made in India
 Made in India