দীর্ঘদিন ধরে প্রবল রাগে ফুঁসছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। আর সেই রাগের প্রভাব এতটাই যে ‘দ্য ইউনিভার্স বস’ একদা তার সতীর্থ রামনরেশ সারওয়ানকে করোনা ভাইরাসের থেকেই ক্ষতিকর বলে মন্তব্য করলেন।
গেলের মতে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াহস দলে সক্রিয় হয়ে রামনরেশ সারওয়ান নিজের প্রভাব খাটিয়ে সেই দল থেকে চলতি মরশুমে বাদ দিয়েছেন তাঁকে। উল্লেখ্য, ক্রিস গেইল কে গত মরশুমে এই দলে মার্কি ক্রিকেটার হিসাবে দলে নেওয়া হয়েছিল।

এইদিন একটি ইউটিউব চ্যানেলে এসে ক্রিস গেইল রামনরেশ সারওয়ান বিরুদ্ধে তোপ দেগে তাকে করোনা ভাইরাসের থেকেও ক্ষতিকর বলেন ক্রিস গেইল। বিধ্বংসী এই ওপেনারের দাবি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াহস থেকে আমাকে বাদ দেওয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে তোমার, তুমি দলের মালিকের ঘনিষ্ঠ হওয়ার সূত্রে দলের মালিকের সাথে চক্রান্ত করে আমাকে সেই দল থেকে বাদ দিয়েছিলে। সেই সাথে সারওয়ানকে সাপের সাথে তুলনা করেছেন ক্রিস গেইল।





Made in India