বাংলা হান্ট ডেস্ক: ভোটের আগের প্রচারে রাজনীতিবিদদের প্রতিশ্রুতির ছড়াছড়ি মানুষের কাছে আর নতুন কিছু নয়। ভোটের আগে অধিকাংশ নেতা নেত্রীরা বলে থাকেন, আমাদের ভোট দিলেই ‘হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা’। কিন্তু ভোট শেষে অনেকেই সে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়িত করতে ভুলে যান। কিন্তু দিনের পর দিন ঘটে যাওয়া এরকম ঘটনায়, প্রতিশ্রুতি দিয়ে পালন না করায়, মেয়রকে মোক্ষম শাস্তি দিলেন মেক্সিকোর একটি শহরের নাগরিকরা।।
মেক্সিকোর দক্ষিণ অংশে হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকো, সেই শহরের মেয়র জাভিয়ের জিমেনেজ, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করায় সম্প্রতি ওই শহরের নাগরিকরা তাকে শাস্তি দেওয়ার ভার তুলে নিলেন নিজেদের হাতে। সেখানকার বাসিন্দারা মেয়র ও তাঁর সহযোগীকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে শহর প্রদক্ষিণ করালেন।
সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরের বাসিন্দাদের অভিযোগ, এই মেয়র নির্বাচনের আগে প্রচার পর্ব চলার সময় বলেছিলেন, শহরের জলবন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবেন, কিন্তু ক্ষমতায় আসার পরও সে কাজ করতে তিনি অক্ষম। সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরের অভিযুক্ত এই মেয়র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার প্রতিশ্রুতি পালনের চেষ্টা তিনি করেছেন। কিন্তু তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেই কাজ করে উঠতে পারেননি তিনি।





Made in India