বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েতে ভোটের দামামা। বহু অপেক্ষার পর গতকাল নির্বাচনের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ আর তাৎপর্যপূর্ণ বিষয় হল আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। এই সিদ্ধান্তের পরই কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা দায়ের করেছে কংগ্রেস।
অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার স্বল্প সময়সীমা নিয়ে সরব বিজেপি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানিয়ে মামলাও ঠুকেছে গেরুয়া শিবির। সেই সেই সকাল থেকে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই জোড়া মামলার শুনানি শেষে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনকে (Election Commission) উদ্দেশ্য করে একটি বড় নির্দেশ ও দু’টি পরামর্শ দিয়েছে আদালত।
আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যাবহার করা যাবে না। অন্যদিকে গতকাল মনোনয়ন জমা দেওয়ার স্বল্প সময়সীমা নিয়ে অভিযোগ তোলে বিজেপি। উল্লেখ্য, কমিশন ঘোষণা করেছে, শুক্রবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মাঝে ১১ জুন রবিবার বাদ। ফলে মনোনয়ন জমা করার মোট দিনের সংখ্যা দাঁড়ালো ৬।
এই ৬ দিনের সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিয়েও আদালতে আর্জি জানায় বিজেপি। বিরোধীদের সমস্ত সওয়াল শুনে কমিশনের উদ্দেশে দু’টি পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রথমত, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ক্ষেত্রে কিছু করা যায় কিনা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে আদালত। দ্বিতীয়ত, অনলাইন মনোনয়ন সম্পর্কে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রযুক্তি এত উন্নত হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে আদালত তরফে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনও ব্যবস্থা করা যায় কিনা সেই নিয়েও ভেবে জানাক কমিশন। কারণ আদালতের মতে এই কম সময়ের মধ্যেই ৭৫ হাজার মনোনয়ন পত্র সশরীরে হাজির হয়ে জমা দিতে গেলে সমস্যা হতে পারে।

এই দুটি বিষয়েই কমিশনকে ভেবে দেখার পরামর্শ দিয়েছে আদালত। পাশাপাশি রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিষয়ে রাজ্যের অভিমতও পরবর্তী শুনানির দিন জানাতে হবে। সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।





Made in India