বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কার্যালয়ে (TMC party office) ভয়াবহ আগুন। মঙ্গলবার রাতে রাজহাট দক্ষিণপাড়া এলাকায় তৃণমূলের (Trinamool Congress) পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশি রাতে দুর্ঘটনাটি ঘটায় প্রথমে কেউ জানতে পারেননি। পরে দমকলে খবর দেওয়া হয়। তবে দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গোটা দলীয় কার্যালয়।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুড়ে যাওয়া অফিস পরিদর্শন করেন। পাশাপাশি অভিযোগ তোলেন গেরুয়া শিবিরের ওপর। তার কথায়, পুড়ে যাওয়া এই অস্থায়ী কার্যালয়ে দলের কর্মীরা নানা মিটিং করতেন। সেই অফিসই আগুন লাগায় বেজায় ক্ষুব্ধ অসিত বাবু।
গোটা এই ঘটনায় বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক। তিনি বলেন, “বিজেপি রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানোর মতো প্রার্থী নেই বিজেপির। তাই ভোটের আগে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে।”

অন্যদিকে, তৃণমূলের থেকে তোলা অভিযোগের পাল্টা বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ বলেন, “কয়েকদিন আগে দিদির দূত করতে গিয়ে ওই অঞ্চলে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক। পঞ্চায়েতে কারা প্রার্থী হবেন তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে রাজহাটে। বিধায়কের উপরেই মূলত ক্ষোভ তৃণমূল কর্মীদের। বোঝাই যাচ্ছে কারা আগুন দিয়েছে। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। সন্ত্রাস দুর্নীতি এগুলো তৃণমূলের সংস্কৃতি, বিজেপির নয়।”





Made in India