অসম নির্বাচনে পাঁচটি দলের সাথে জোটের ঘোষণা কংগ্রেসের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কংগ্রেস ঘোষণা করে বলেছে যে, তাঁরা ২০২১ এ অসম নির্বাচনে ৫ টি দলের সাথে জোট করবে। আর কেরলে নির্বাচনে লড়ার জন্য কংগ্রেস ওমন চণ্ডীর নেতৃত্বে একটি কমিটি বানিয়েছে।

অসমে বিজেপিকে হারাতে কংগ্রেস যেই দল গুলোর সাথে জোট করছে সেগুলো হল …অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট, CPIM, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণ মোর্চা আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মালে। জানিয়ে দিই, রাজ্যের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মৃত্যুর পর অসম কংগ্রেসের নেতাদের মধ্যে তুমুল মতভেদ সৃষ্টি হয়েছে।

কেরলে নির্বাচনে লড়ার জন্য কংগ্রেস একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন ওমন চণ্ডী।