বাংলা হান্ট ডেস্ক : প্রায় ৪ মাস হতে চলল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার বয়স (Bharat Jodo Yatra)। আজ বুধবার হরিয়ানায় পৌঁছে গেছে এই যাত্রা। আর সেখানে প্রবেশ করেই আরও একবার বিজেপিকে আক্রমণ শানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি জানা, ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস।
ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের (Congress) বহু পরিকল্পিত একটি কর্মসূচি। ৭ সেপ্টেম্বর ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী থেকে শুরু হয় এই যাত্রা। গত শুক্রবার পূর্ণ হয়েছে ভারত জোড়োর ১০০ তম দিন। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান হয়ে এখন হরিয়ানায় পৌঁছেছে এই যাত্রা। এখানে এসেই রাহুল ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য প্রসঙ্গে বলতে শুরু করেন।
এদিন রাহুল বলেন, ‘আজকাল কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি ও সাধারণ জনতার মধ্যে একটা ফাঁক তৈরি হয়েছে। নেতারা মনে করেন আমজনতার কথা শোনার কোনও দরকার নেই। তাঁরাই ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যান। আমরা আমাদের এই যাত্রায় এই বিষয়টাই পরিবর্তন করতে চেয়েছি।’ এরই সঙ্গে বিজেপিকে কটাক্ষ মেরে তিনি বলেন, চারপাশে ঘৃণার রাজত্বের মধ্যে ভালোবাসার দোকান খুলেছে কংগ্রেস।
কংগ্রেসের দলীয় সূত্রে খবর হরিয়ানা হয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে রাহুলদের। দেশের রাজধানীতে যাত্রা সম্পূর্ণ করার পর আটদিনের বিরতি নেওয়া হবে। এরপর যোগিরাজ্য উত্তরপ্রদেশে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। তারপর হরিয়ানা হয়ে পাঞ্জাব পেরিয়ে জম্মু ও কাশ্মীরে যাবেন বলে জানা যাচ্ছে।





Made in India