বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে মনুষ্যত্ব, মানবিকতা আজকের দিনে আর নেই। নাগেরবাজার মোড়ের এক ঘটনায় প্রমাণিত হয়ে গেল, সকল মানুষের মন থেকে এখনও মনুষ্যত্ব মুছে যায়নি, শেষ হয়ে যায়নি মানবিকতা। মানুষ চাইলে আজও পারে ঘুরে দাঁড়াতে, অসহায়ের পাশে দাঁড়াতে।
ঘটনার বিবরণ
সম্প্রতি নাগেরবাজার মোড়ে আচমকাই পথচলতি এক মাঝবয়সী মহিলা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। বর্তমান দিনের বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে পাছে ওই মহিলা করোনা আক্রান্ত কিনা তা চিন্তা ভাবনা করে, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি। অচৈতন্য ভাবে রাস্তায়ই পড়ে থাকে ওই মহিলাটি।

এগিয়ে আসেন ডক্টর রাজেশ রায়
বেশ কিছুক্ষণ মহিলাটি ওভাবে পড়ে থাকার পর খবর পান ডক্টর রাজেশ রায়। খবর পাওয়া মাত্রই পাশের চেম্বার ছেড়ে এক দৌড়ে চলে আসেন ওই মহিলাকে সুস্থ করতে। রোগীর সেবায় সর্বদা নিয়োজিত চিকিৎসক রাজেশ রায় বিন্দুমাত্র বিলম্ব না করেই তাঁর চিকিৎসা শুরু করেন।
বর্তমান দিনের করোনা সংক্রমণের মধ্যেও তিনি অবলীলায় ওই মহিলাকে সুস্থ করতে ঝাঁপিয়ে পড়েন। সাময়িক চিকিৎসার দ্বারা ওই মহিলা সুস্থতা অনুভব করলে, তাঁকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থাও করে দেন চিকিৎসক রাজেশ রায়।





Made in India