বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জীবাণু ধ্বংসের বিষয়ে এবার আমেরিকা (America) দিল এক নতুন তথ্য। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী জানালেন, এক বিশেষ ধরণের UV রশ্মি অর্থাৎ আল্ট্রা ভায়োলেট আলোতে হার মানবে এই মারণ ভাইরাস।

চীন ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের দরুণ সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা। ৪২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এই মহারির জন্যে। এবং প্রচুর মানুষের এখনও সংক্রমিত অবস্থায় চিকিৎসা চলছে। এবার এই ভাইরাসের প্রতিরোধে আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক UV রশ্মি, যা দিয়ে এই ভাইরাসের প্রতিরোধে করা ভাবে। সেন্টার অফ রেডিওলজিক রিসার্চের ডিরেক্টর ডেভিড ব্রেনার বহু বছর ধরে ইউভি লাইট ব্যবহার নিয়ে গবেষণা করে আসছেন।

জীবাণুঘটিত UV লাইট হাসপাতালের ঘর এবং মেশিন পরিষ্কার করতে ব্যবহৃত হয়েছে। তবে এই আলো মানুষের চোখের রোগ এবং ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে। তবে Far-UVC আলো জীবাণুগুলি মেরে ফেলতে পারে এবং এগুলি মানুষের পক্ষে বিপজ্জনক নয়। এমনকি মানুষের ত্বকের কোষগুলি ক্ষতিগ্রস্থ হয় না।
করোনা ভাইরাসের অস্তিত্বের অনেক আগে থেকেই আমেরিকান বিজ্ঞানী ডেভিড ব্রেনার Far-UVC আলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। তিনি পরীক্ষা করতেন কিভাবে এই আলো ব্যবহার করে পরিবেশে উপস্থিত জীবাণুকে ধবংস করা যায়। ২০১৮ সালে একটি ‘বৈজ্ঞানিক রিপোর্ট’-এ ডেভিড ব্রেনার এবং তাঁর সহ-লেখক বলেছিলেন, Far-UVC আলো করোনা ভাইরাসের মতো ৯৫ শতাংশ ক্ষতিকারক ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম।

তবে বর্তমানে এই Far-UVC আলো দিয়ে ডেভিড ব্রেনার-এর একটি দল পরীক্ষা নিরীক্ষা করছেন। এই ভাইরাসগুলি পাতলা ঝিল্লি দ্বারা আচ্ছাদিত, যা UV আলোর কারণে নষ্ট হয়ে যায়। তারা চেষ্টা করছেন কিভাবে এই আলো অল্প পরিমাণে ব্যবহার করে এই মারণ ভাইরাসের প্রতিকার করা সম্ভব হয়।





Made in India