বাংলাহান্ট ডেস্কঃ ‘করোনা রিটার্ন্স ইন চীন (China)’, একদম বাস্তব সত্য। সমগ্র বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে চুপচাপ বসে থাকা চীন, এবার করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সম্মুখীন হয়েছে। মহামারি করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে লকডাউনের পর ফের আবার আগের অবস্থায় ফিরছিল চীনের জনসমাজ। পুরনো চেনা ছন্দে ফিরছিল সামুদ্রিক প্রাণীর খাবারের মার্কেটও। রমরমিয়ে চলছিল খাদ্যজাত সামুদ্রিক প্রাণী কেনা বেচাও।
সত্যি হল বিজ্ঞানিদের আশঙ্কা
বিজ্ঞানীরা আশঙ্কা করছিলেন আবারও ফিরে আসতে করোনা ভাইরাস। প্রথম ক্ষেপেই শেষ নয়, এই ভাইরাসের একটা দ্বিতীয় ওয়েভ আসলেও সাতে পারে। ঠিক যেন ভূমিকম্পের আফটার শকের মতন। আর হলও তাই। সবকিছু স্বাভাবিক ছন্দে ফেরার মধ্যে চীনে ফের দানা বাঁধতে শুরু করেছে করোনা ভাইরাসের সেকেন্ড ইনিংস।

করোনা আক্রান্ত বেজিং
সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে ১২০০-এরও বেশি বিমান পরিষেবা রদ করা হয়েছে। এমনকি বন্ধ করা হয়েছে সমস্ত বাজারও। এবার করোনা ভাইরাস টার্গেট করেছে চীনের রাজধানী বেজিং-কে। দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সামান্য কিছুদিনের মধ্যেই ১০৬ টি নতুন করোনা মামলা সামনে এসেছে। যার জেরে টেস্টিং চালু হয়েছে জোরকদমেই।

মুখ থুবড়ে পড়েছে চীন সরকারের গর্ব
ঝড়ের গতিতে বাড়তে থাকা আতঙ্কের জেরে চীন সরকার বেজিং-এর বেশিরভাগ এলাকা সিল করে দিয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি আশঙ্কা জনিত এলাকায় মোতায়েন করা হয়েছে সুরক্ষা ব্যবস্থাও। করা হচ্ছে তাপিয় স্ক্রীনিং-ও। এখনও পর্যন্ত চীনে প্রায় ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসের দ্বারা। এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৪৬ হাজারেরও বেশি মানুষ। চীন সরকার গর্ব করে বলেছিল, তারা এই মহামারিকে জয় করতে পেরেছে। কিন্তু এখন ধীরে ধীরে তাঁর কারছুপি প্রকাশ পাছে।





Made in India