বাংলা হান্ট ডেস্ক : বিশ্বকাপে কটরেল-এর স্যালুট সেলিব্রেশন। তা নিয়ে নানান চর্চা ক্রিকেট মহলে। সেই সেলিব্রেশন জনপ্রিয়ও হয়ে উঠেছিল। এবার বিশ্বকাপ জয়ি ভারতীয় কিংবদন্তি ধোনিকে স্যালুট করলেন ক্যারিবিয়ান পেসার শেল্ডন কটরেল। এর কারণ ধোনির সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং দেশপ্রেম।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছে মাহি। ক্রিকেট থেকে ছুটি নিয়ে আপাতত টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত তিনি। ৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট কাশ্মীরে প্রশিক্ষণ চলবে মাহির।অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাত্ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করবেন। এই দুই মাস সেনাদের মতো করেই জীবন কাটাবেন তিনি।সেনার তরফ থেকেও কোনো বাড়তি সুবিধা চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।আর্মি পোশাকে ধোনির একটি ভিডিয়ো প্রকাশের পরই ধোনির দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁকে স্যালুট করে টুইটে শেল্ডন কটরেল লিখেছেন, “ক্রিকেট মাঠে এই মানুষটা সকলের অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিকও। ক্রিকেটের বাইরেও একজন মানুষ দেশের হয়ে তাঁর কর্তব্য পালন করেন।”
 
			 





 Made in India
 Made in India