বাংলাহান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে খুবই অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল (Trinamool Congress)। এই ইস্যুতে বর্তমানে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে শাসক দলের একের পর এক নেতা এবং তাঁদের ঘনিষ্ঠরা জড়াচ্ছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার জালে। অন্যদিকে আবার বামেদের বিরুদ্ধেও ঘনিষ্ঠদের চিরকুটের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ এনেছে শাসক দল তৃণমূল।
ইতিমধ্যেই তৃণমূলের আইটি সেল বাম আমলে হওয়া নিয়োগ দুর্নীতির অভিযোগ জানাতে বলেছে। দেবাংশুদের নিশানায় চিরকুটের মাধ্যমে চাকরি পাওয়া বামনেতার পরিজনরা। বাম আমলে কোন কোন বাম নেতার পরিজনরা অনৈতিক উপায়ে চাকরি পেয়েছিলেন সেই তালিকা প্রকাশ করেছে তৃণমূলের আইটি সেল। এ বার শাসক দলের বিরুদ্ধে পালটা আক্রমণ আনল সিপিআইএম (CPIM) শিবির। একটি অভিনব উপায়ে তৃণমূলকে আক্রমণ করেছে তারা।

সম্প্রতি দুর্নীতির বর্ণপরিচয় প্রকাশ করেছে সিপিআইএম। তৃণমূলের মতো তারাও চালু করেছে ইমেল আইডি। তাদের স্লোগান হিসেবে ‘চোর তাড়ান, গলার জোর বাড়ান’-কে হাতিয়ার কজরে মাঠে নেমেছে বাম শিবির। শুক্রবার সকালে নতুন হ্যাশট্যাগও প্রকাশ করেছে তারা। এই হ্যাশট্যাগটি হল #ChorTMC। শাসক দলের বিরুদ্ধে এই অভিনব উপায়ে অভিযোগ দেখে হতচকিত হয়ে গিয়েছেন নেটিজেনরা।
শুক্রবার হ্যাশট্যাগের সঙ্গেই প্রকাশিত হয়েছে নতুন বর্ণপরিচয়। ঠিক যেভাবে বর্ণপরিচয়ে স্বরবর্ণ ধরে লাইন লেখা থাকে, ঠিক সেভাবেই সেখানে স্লোগান লিখেছে বামেরা। একইসঙ্গে সেখানে রয়েছে রাজ্যের নেতা-মন্ত্রীদের কার্টুন। নতুন এই বর্ণপরিচয়ে লেখা হয়েছে ‘অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে।’ কোনও কোনও জায়গায় আবার লেখা ‘উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে।’ এই বর্ণপরিচয়ের মাধ্যমে শুধু তৃণমূলের নেতা-মন্ত্রীদের আক্রমণই করা হয়নি।

একইসঙ্গে দলীয় কর্মীদের একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাকও দিয়েছে বাম শিবির। ফের বাংলায় পালা বদলের ডাক দিয়েছে তারা। এ প্রসঙ্গে লেখা হয়েছে ‘এ এই সুযোগেই পালটে ফেলো প্রতিস্পর্ধী আগুন জ্বালো।’ ‘ঔ-ঔষধ নিয়ে হাজির আছে, লাল পতাকা রাত জাগছে।’ তৃণমূলের ইমেল আইডির পালটা chortrinamool@gmail.com ইমেল আইডিও তৈরি করা হয়েছে।
বাম শিবিরের বক্তব্য, এই ইমেল আইডিতে শুধু চাকরির ক্ষেত্রেই নয়, অন্যান্য যে কোনও ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন বাংলার মানুষ। এ প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, “ওদের বুদ্ধি নেই তাই আমাদের নকল করেছে। আগে আমাদের খেলা হবে স্লোগান ব্যবহার করেছে। এবার ইমেল আইডিও নকল করল।”





Made in India