রবিবার সকালে সিপিআই (এম) -র তরফে কেরালার নেদুমকান্দাম, ইডুক্কি জেলার পার্টির পোস্টারগুলিতে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং-উন এর ছবি ছিলো। আর এই ছবিতে এমন এক বিশেষত্ব ছিলো যা বেশি প্রশংসিত হয়। পোস্টারে শহরে একটি দলীয় সমাবেশের বিষয়ে একটি ঘোষণা দেওয়ার কথা ছিল।
https://twitter.com/sambitswaraj/status/942236295517978625?s=19
গতকাল থেকে নানা কথা শোনা যাচ্ছিলো কিম জং -উন অসুস্থ। কিছুক্ষেত্রে তার মৃত্যুর খবরও মিলেছে। তবে এই ছবি প্রবীণ নেতাদের নজরে আসায় এই পোস্টারগুলি যথাযথভাবে সরানো হয়েছিল।ইদুক্কিতে বিদ্যুৎ মন্ত্রী এম এম মণির প্রতিনিধিত্বকারী এই আসনটি উদূম্বচলার নেদুমকান্দামে ফ্লেক্সগুলি রাখা হয়েছিল।

স্থানীয় কর্মীরা পোস্টার লাগিয়ে দেওয়ার কারণে আঞ্চলিক পর্যায়ে বিব্রতকর অনেক সমস্যা ঘটেছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
২০১৬ সালে রাজ্যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং সিপিআই (এম) এই দুই দল ক্ষমতায় আসে।আর এই কান্ড ঘটেছে বহু দিন হলো। তারপর থেকেই নানা সমস্যা লেগেই থাকে।





Made in India