বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানা তিনটি জয় পাওয়ার পরে আগামীকাল মরশুমের চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান (Mumbai Indians)। এই মুহূর্তে চূড়ান্ত আত্মবিশ্বাসী তারা। সবচেয়ে মজার ব্যাপার হলো সম্পূর্ণ অনভিজ্ঞ অর্জন টেন্ডুলকারও (Arjun Tendulkar) এখন দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের যোগ্যতার কিছুটা প্রমাণও দিয়েছেন তিনি।

তবে অনেকেই তাকে নিয়ে একটি বিষয়ে কিছুটা সমালোচনা করছে। তার বলের গতি কোনদিনই খুব একটা বেশি নয়। সেই নিয়ে কোনও ক্রিকেট ভক্তের অভিযোগ থাকতে পারে, কিন্তু কোনও ক্রিকেট বিশেষজ্ঞ এই ব্যাপার নিয়ে কোনও আপত্তি প্রকাশ করেননি। বিশেষজ্ঞরা যে জিনিসটা নিয়ে একটু চিন্তিত সেটা হচ্ছে অর্জুন টেন্ডুলকার নিজের বোলিং রান-আপে প্রচুর শক্তিক্ষয় করছেন যা এই গতিতে বোলিংয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয়।
তবে ভক্তরা তার গতি নিয়েই তাকে সম্প্রতি একটু ব্যঙ্গ করেছেন যা অর্জুন টেন্ডুলকার নিজের কানে শুনলে হয়তো কিছুটা অপমানিত বোধই করবেন। ট্রোলাররা তাকে ব্যঙ্গ করে বলেছেন এমনকি কুলদীপ যাদবও তার চেয়ে বেশি জোরে বোলিং করতে পারেন।
এই কথাটা বলা হচ্ছে তার একটা বিশেষ কারণও অবশ্য রয়েছে। কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একটা আশ্চর্য কাজ করেছিলেন কুলদীপ যাদব। রাসেল তার বোলিং এর বিরুদ্ধে বড় শট মারার চেষ্টা করতে পারেন সেটা বুঝে আচমকাই তাকে চমকে দেওয়ার জন্য কোন স্পিন করানোর চেষ্টা না করে তিনি হাতের জোরে একটি ডেলিভারি করেন যার গতি ছিল ১১৭ কিমি/ঘন্টা।
সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন সাধারণত ১১৫ কিমি/ঘন্টা থেকে ১২৫ কিমি/ঘন্টা গতিতে বোলিং করে থাকেন। সেই জন্যই তাকে নিয়ে এই ব্যাঙ্গটি করেছেন কিছু ক্রিকেটপ্রেমী। তবে ওই গতিতে বোলিং করেও যদি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জয় ভূমিকা রাখতে পারেন তাহলে সেই নিয়ে অন্য কারোর সমস্যা থাকলেও রোহিত শর্মার কোনও সমস্যা থাকবে না।





Made in India