বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ৩৮ বছর বয়স তার। আর ৩৬ দিনের মধ্যেই ৩৯ তম জন্মদিন পালন করবেন। কিন্তু গোলের খিদে যেন এই বয়সেও কমছে না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। সর্বকালের সেরাদের তালিকায় অনেকেই তাকে পেলে, মারাদোনা বা মেসির পাশে রাখতে চান না বিশ্বকাপ হাতে তুলতে না পারার ব্যর্থতার কারণে। কিন্তু সাফল্যের খিদে উপরে উল্লিখিত ওই তিন ফুটবলারের চেয়ে কোনও অংশে কম নেই সিআরসেভেনের।
আর এই কারণেই হয়তো ২০২২-এর পর বিশ্বের বেশিরভাগ ফুটবলপ্রেমী ও বিশেষজ্ঞরা তার নাম বাতিলের খাতায় রেজিস্টার্ড করার পরেও তিনি ২০২৩ সালে ফিরেছেন স্বমহিমায়। বদলে যাওয়া সৌদি প্রো লিগে যখন নজর কাড়তে ব্যর্থ বেনজেমা, নেইমার, ফিরমিনোর মতো ইউরোপিয়ান ফুটবল কাঁপানো তারকারা, তখন প্রায় প্রতি ম্যাচে গোল করে বা করিয়ে নিজের দল আল নাসেরের (Al Nassr) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এই মরশুমে ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ৩৪ গোল করে ফেলেছেন রোনাল্ডো। শুধুমাত্র সৌদি প্রো লিগে ১৮ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি তার পাস থেকে গোল হয়েছে ৯ টি। তিনিই আপাতত সেই লিগের সর্বোচ্চ গোলদাতা এবং তার পাশাপাশি আপাতত এই মরশুমে ওই লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টও করেছেন তিনি।

২০২৩ ক্যালেন্ডার বর্ষে আর একটা বড় রেকর্ড গড়েছেন রোনাল্ডো। এই বছর তিনি নিজের কেরিয়ার অষ্টমবার এক বছরে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন। ২০১৭ সালের পর প্রথমবার এক বছরে ৫০ গোলের গন্ডি টপকানোর রেকর্ড গড়লেন সিআরসেভেন। সেই সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, এরলিং হ্যালান্ড, হ্যারি কেনের মতো তরুণ তারকাদের পেছনে ফেলে তিনিই এই বছরের সর্বোচ্চ গোলদাতা।
তবে এখানেই থেমে থাকতে চান না রোনাল্ডো। জানুয়ারি মাসে কোনও ম্যাচ নেই তার দলের। আবার তাকে মাঠে দেখা যাবে আসন্ন ফেব্রুয়ারিতে। লম্বা ছুটিতে যাওয়ার আগে দলের ২০২৩ সালের শেষ জয়ে গোল করে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন যে পরের বছর তিনি আরও ৫০ গোল করতে চান। সেটা যদি সম্ভব হয় তাহলে তার মুকুটে একটা নতুন পালক যোগ হবে। তবে তার চেয়েও বেশি রোনাল্ডো হয়তো খুশি হবেন যদি নিজের দলকে সৌদি প্রো লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি নিজের দেশ পর্তুগালকে জার্মানিতে আয়োজিত হতে চলা ‘ইউরো কাপ’ জেতাতে পারেন।





Made in India