বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা বিশ্বে যেমন তার অসংখ্য ভক্ত রয়েছে, ঠিক তেমনি পৃথিবীজুড়ে তার সমালোচকের সংখ্যাও খুব একটা কম নয়। আর সেই সমালোচকরাই তাকে একটি বিশেষ নাম দিয়েছে। পেনাল্ডো! যদি নামটি প্রথমে ভালবেসেই রাখা হয়েছিল কারণ তিনি সচরাচর পেনাল্টি মিস করেন না। কিন্তু পরবর্তীতে তার সমালোচকরা ওই শব্দটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) উদ্দেশ্য করে ব্যবহার করেন পেনাল্টি থেকে তার গোল করার ক্ষমতাকে ব্যঙ্গ করতে।
কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে আজও পেনাল্টি থেকে একইরকম গোল করার ব্যাপারে একইরকম সপ্রতিভ রোনাল্ডো। সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল সৌদি প্রো লিগে আল নাসেরের চতুর্থ লিগ ম্যাচের দিন। প্রথম দুই ম্যাচ হারা দলটি এদিন মুখোমুখি হয়েছিল ইভেন বানেগার মতো তারকা আর্জেন্টাইন মিডফিল্ডার সমৃদ্ধ দল আল শাবাবের।
আর সেখানেই ম্যাচের প্রথমার্ধে জোড়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। দুই ক্ষেত্রেই প্রতিপক্ষের গোলকিপারকে ডান পোস্টের দিকে আমার এখন জমির ঘাসে সঠিক পরাস্ত করেন সিআরসেভেন। এরপর তার একটি গোল অন্যায্যভাবে বাতিল করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। নয়তো প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলতে পারতেন তিনি।

এদিন রোনাল্ডো জোড়া গোল করার পাশাপাশি মন জিতেছেন একটি বিশেষ কারণে। দ্বিতীয়ার্ধে আল নাসের আরেকটি পেনাল্টি পেয়েছিল। সেটা থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করার সুযোগ ছিল রোনাল্ডোর সামনে। কিন্তু তিনি নিজে সেই পেনাল্টি না নিয়ে সেটি দান করে দেন দলের লেফট উইঙ্গার আবদুল রহমান ঘরিবকে। যদিও সৌদি আরবের ফুটবলার পেনাল্টিটি মিস করেছেন।
তবে এদিন দুই গোল করার পাশাপাশি সাদিও মানের গোলের পাসটিও বাড়িয়েছিলেন রোনাল্ডো। এই নিয়ে পরপর দুই ম্যাচে মানেকে একটি করে অ্যাসিস্ট করলেন সিআরসেভেন। গত ম্যাচের মতো এই ম্যাচেও তার হ্যাটট্রিক সম্পূর্ণ হয়েছে তো যদি ঈদ ম্যাচের শেষের দিকে তার হেডার পোস্টে লেগে না ফিরতো। তবে সেই ফিরতি বলই জালে জড়িয়ে ম্যাচের ফল ৪-০ করে দেন সুলতান ঘ্যানাম। গতকাল হ্যাটট্রিক না পেলেও রোনাল্ডোর চলতি সৌদি লিগে ৫ টি গোল করা হয়ে গিয়েছে মাত্র ৩ টি ম্যাচ খেলে।





Made in India