বাংলাহান্ট ডেস্ক : গতবছরই শুরু হয়েছে নতুন জীবনের পথ চলা। রণবীর কাপুরকে বিয়ে করে কাপুর পরিবারের সদস্য হয়ে ওঠেন আলিয়া ভাট। ১ বছর পেরোনোর আগেই সন্তানের মা হন তিনি। একদিকে মেয়ের বিয়ে অন্যদিকে প্রথম বার দাদু হওয়ার স্বাদ।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন,’ রণবীর-আলিয়ার জন্য আমি ভীষন খুশি। আমি প্রথমবার দাদু হচ্ছি। আমার মেয়ে জামাইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল। নতুন অতিথিকে স্বাগত জানাতে আমি নিজকে এখন নতুন করে তৈরি করছি’।

সব মিলিয়ে আনন্দেই দিন কাটছিল ভাট পরিবারের। কিন্তু হঠাৎ করেই দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিল পরিবারে। গুরুতর অসুস্থ বিশিষ্ট পরিচালক মহেশ ভাট। চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছেন পরিচালক। তবে সুত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তিনি।
১৯৭৪ সালে প্রথম ছবির পরিচালনা করেন মহেশ ভাট। ‘মনজিলে অউপ ভি হ্যায়’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন পরিচালক। পরবর্তিতে ‘আর্থ’, ‘সারাংশ’, ‘আশিকি’, ‘সড়ক’ সহ নানান ছবির পরিচালনা করেছেন। একজন চিত্র নাট্যকার হিসেবে যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছেন তিনি।





Made in India