বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের তরফে যেমন টেট পরীক্ষার আয়োজন যেমন করা হয়, তেমনই কেন্দ্রীয় ভাবেও পরিচালিত হয় টেট (Ctet 2023)। কেন্দ্রের টেট পরীক্ষা ‘সিটেট’ নামে পরিচিত। আগামী ২০ অগাস্ট ‘সিটেট’ পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ১৭তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) পরিচালনা করবে।
কেন্দ্রের যে কোনও পরীক্ষায় বসার জন্যই চাকরিপ্রার্থীদের বিশেষ ঝোঁক থাকে। এই টেট পরীক্ষায় বসার জন্যও আবেদন জানিয়েছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। আগামী ১৮আগস্ট সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে সিবিএসই। প্রার্থীরা ctet.nic.in-এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন।
কিভাবে ডাউনলোড করবেন? পরীক্ষার্থীরা ctet.nic.in-এই ওয়েবসাইট ভিজিট করে, অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে, প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করলে নিজেদের অ্যাডমিট পেয়ে যাবেন। পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় তোলপাড়! ৭ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর: আবহাওয়ার খবর
এই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষার্থীদের পরীক্ষাহলে নিয়ে যেতে হবে। পরীক্ষাটি দুটি শিফটে অফলাইনে নেওয়া হবে। একটি সকাল সাড়ে নটা থেকে বেলা বারোটা এই শিফটে হবে পেপার ১-এর পরীক্ষা। আর পেপার ২-এর পরীক্ষা হবে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এই শিফটে।

আরও পড়ুন: রাখি পূর্ণিমার আগেই ‘দিদি’র রাখির ব্যাপক চাহিদা! খুশিতে আত্মহারা শিল্পীরা
পরীক্ষা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য, নিয়মাবলী ও পরবর্তী আপডেট বিস্তারে জানতে পরীক্ষার্থীদের সিবিএসইর (CBSE) ওয়েবসাইটে নজর রাখতে হবে।





Made in India