বাংলা হান্ট ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর ওপরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল গুলির উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। কিছুদিন আগে এই ফোনীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকা। তাই আগেভাগে সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রবন্দরগুলোতে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে তৈরি হচ্ছে একটি লঘুচাপ। এর প্রভাবে আকাশে তৈরি হচ্ছে মেঘ। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলির উপর দিয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় ২৪ ঘন্টার মধ্যে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।





Made in India