বাংলাহান্ট ডেস্ক: সামান্থা রুথ প্রভুর (samantha ruth prabhu) সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে পর্যন্তও সংবাদ শিরোনামে ছিলেন অভিনেতা নাগা চৈতন্য (naga chaitanya)। এখনো তাঁদের বিচ্ছেদের সম্ভাব্য কারণ নিয়ে চর্চা হয় নেটমাধ্যমে। আলাদা হওয়ার পর থেকেই নাকি দুজনে দু চক্ষে সহ্য করতে পারছেন না একে অপরকে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চমক দেওয়ার মতো এক ছবি।
নাগা চৈতন্যর সঙ্গে ভাইরাল হয়েছে বাঙালি অভিনেত্রী দর্শনা বণিকের (darshana banik) ছবি। সঙ্গে আবার রয়েছেন সামান্থার প্রাক্তন শ্বশুর নাগার্জুনও। হঠাৎ দুই দক্ষিণী অভিনেতার সঙ্গে বঙ্গ ললনা কী করছেন? না, তাঁদের মধ্যে কোনো বক্তিগত সম্পর্ক নেই বা ভবিষ্যতে তৈরি হওয়ারও কোনো সম্ভাবনার কথা শোনা যায়নি।

আসলে নাগার্জুন ও নাগা চৈতন্যের আগামী ছবি ‘বাঙ্গারাজ্জু’তে অভিনয় করছেন দর্শনা। ছবিতে তাঁর চরিত্রটি একজন অপ্সরার। সম্প্রতি ছবির মিউজিক্যাল নাইটে নাগার্জুন ও নাগা চৈতন্যর সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে দর্শনা জানান, বাংলার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে নাগার্জুনের।
ইলিশ মাছ, মিষ্টি দই আর রসগোল্লার বেশ ভক্তও তিনি। বাঙালি ও দক্ষিণীদের ধুতি পরার ধরন, দূর্গাপুজো নিয়েও আলোচনা হয়েছে দুই ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীর মধ্যে। আপাতত সোশ্যাল ভিডিয়ায় বেশ ভাইরাল দর্শনা, নাগার্জুন ও নাগা চৈতন্যর এই ছবি।
https://www.instagram.com/darshanabanik/p/CYim8pSLLs4/?utm_medium=copy_link
কিছুদিন আগেই জানা গিয়েছিল, বিচ্ছেদের পর নতুন করে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নাগা সামান্থার। আসলে তাঁরা কাজ করছেন একই স্টুডিওতে। রামানাইডু স্টুডিওতে ‘বাঙ্গারাজ্জু’ ছবির শুটিংয়ে ব্যস্ত নাগা চৈতন্য। অপরদিকে ওই একই স্টুডিওতে ‘যশোদা’র শুটিং করছেন সামান্থা।

এমতাবস্থায় যাতে একে অপরের মুখ দর্শনও না করতে হয় তার জন্য নাকি বাড়তি ব্যবস্থা নিয়েছেন নাগা সামান্থা। বাবা নাগার্জুনাকে তো নিয়ে এসেইছেন, উপরন্তু সহকারীদেরও নাকি নির্দেশ দিয়ে রেখেছেন নাগা।
কোনো ভাবেই যাতে মুখোমুখি হতে না হয় সামান্থার সঙ্গে। একই অবস্থা আক্কিনেনি পরিবারের প্রাক্তন বধূরও। নাগার সঙ্গে চোখাচুখি টুকু এড়ানোর জন্যও নাকি বাড়তি ব্যবস্থা নিচ্ছেন তিনি। কাজ সেরেই নাকি স্টুডিও ছাড়ছেন দুজনেই।





Made in India