বাংলা হান্ট ডেস্ক: দাউদ ইব্রাহিমের ভাইপো ইব্রাহিম কাসকার ধরা পড়ল মুম্বই বিমানবন্দরে। জানা গেছে, ইব্রাহিম দেশে ছেড়ে পালানোর চেষ্টা করছিল মঙ্গলবার। তোলবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই রিজওয়ান ডি কোম্পানির প্রধান দাউদের ভাই ইকবাল কাসকারের ছেলে। বেশ কিছুদিন ধরে তার খোঁজে ছিল পুলিশ। আপাতত মুম্বই পুলিসের অ্যান্টি এক্সটরশন সেল জেরা করছে তাকে।
বর্তমানে থানের জেলে বন্দি করে রাখা হয়েছে ইকবাল কাসকার কে। দিন দুয়েক আগেই দাউদের আরও ২ ভাইপো ইকাবালের সঙ্গে দেখা করার জন্য থানের জেলে এসেছিল। পুলিশ বেশ কয়েকদিন ধরেই দাউদ এর বিভিন্ন নেটওয়ার্কের খবরা-খবর রাখছিল। কয়েকদিন আগেই মুম্বই পুলিস গ্রেফতার করে দাউদের গ্যাংয়ের সদস্য ফাহিম মচমচ এর ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রেজাকে।
রিজওয়ানের নাম বেরিয়ে আসে ফাহিমকে জেরা করেই। মুম্বই পুলিস সূত্রে খবর, এই রিজওয়ান এর নাম খুঁজে পেতেই ফাঁদ পাতে পুলিশ। তার পরেই বুধবার রাতে রিজওয়ানকে গ্রেফতার করা হয় মুম্বই বিমান বন্দরে। পুলিসের দাবি রিজওয়ান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল।





Made in India