বাংলা হান্ট ডেস্ক :একবিংশ শতকে দাঁড়িয়েও আজ বিবাহ বিচ্ছিন্না কিংবা বিধবা মহিলাদের খারাপ চোখে দেখে সমাজ৷ কখনও আবার তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে নানান রকম কু মন্তব্য করে বসেনমন্তব্য করা হয়৷ তবে আধুনিক সমাজে দাঁড়িয়ে এ সবের কোনও যুক্তি আছে কি না তাও প্রশ্নের বিষয়৷ তবে এসবের মধ্যেও সমাজে এখনও এমন কিছু লোক আছেন যাঁরা এই সব বিষয়গুলিকে উপেক্ষা করেন, সামাজিক রীতিনীতিকে কান দিতে চান না৷ তোয়াক্কা করেন না কারও মন্তব্যকে৷ সম্প্রতি তেমনই এক নজির মিলল৷ আস্থা ভার্মা নামের এক মহিলা নিজের মায়ের জন্য স্বামী খুঁজতে টুইটারের শরণাপন্ন হয়েছিলেন৷
সেখানে মায়ের একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, আমার মায়ের জন্য একজন সুদর্শন 50 বছরের বৃদ্ধের সন্ধান চাই, যিনি নিরামিষ, মাদকাসক্ত নন এবং প্রতিষ্ঠিত৷ আস্থা ভার্মার ওই টুইট সকলের মন ছুঁয়ে গেছে, সামাজিক মাধ্যমে মেয়েরা মায়েদের প্রতি কতটা কেয়ার ফুল তার নিদর্শন পেয়েছি কিন্তু একটি মেয়ে তাঁর মায়ের জন্য মায়ের ভবিষ্যতের জন্য একজন সুপাত্র খুঁজছেন এমন নজির বোধহয় এর আগে হয়নি৷
https://twitter.com/AasthaVarma/status/1189915673897529345
আস্থা ভার্মার টুইটের পর অনেকেই মন্তব্য করেছেন কিন্তু সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে তিনি জানিয়েছেন শুধুমাত্র একজন বর খুঁজছেন এমনটা নন, খুঁজে পাচ্ছেন না তেমনটাও নন কিন্তু অনেকেই আছেন যাঁরা নিজেদের স্ত্রীর ওপর অত্যাচার করেন সেই বিষয়টিও জানিয়েছেন তিনি৷ তবে টুইট করে যে তিনি সঠিক কাজ করেছেন তা বুঝতে পেরেছেন আস্থা৷





Made in India