সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর। নাম জয়দীপ মণ্ডল (১৪)। মৃত ওই কিশোরের বাড়ি বোলপুরের মকরমপুরে ১ নং ওয়ার্ডে। সে বোলপুরের তারাশঙ্কর বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। বলে জানা গেছে।
স্থানীয় ওই মৃত কিশোরের বন্ধুরা জানায়,“আজ অর্থাৎ রবিবার ওই বেলা ১ টা নাগাদ করে হবে,আমরা তিন বন্ধু একসাথে শ্যামবাটি ক্যানেলে স্নান করতে যায়।সেখানে জয়দীপ সঙ্গে ছিল। স্নান করার সময় অসাবধানতাবশত ক্যানালের জলে পড়ে যায় জয়দীপ।কিন্তু জলে স্রোত এত বেশী ছিল যে,আমরা জয়দীপকে চেষ্টা করেও তাকে তুলতে পারে নি।”

ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকেরা সহ দমকল কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওনারা জয়দীপের নিথর দেহটি উদ্ধার করতে সক্ষম হন। তারপর দেহটিকে ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Made in India